BENGALI

Heat Waves:ভয়াবহ তাপপ্রবাহ! ১ বছরে মৃত্যু ৪৭ হাজারেরও বেশি মানুষের....

যতদিন যাচ্ছে, আবহাওয়া ততই বদলে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে তাপমাত্রা। ফলে তাপপ্রবাহের ঝুঁকি বাড়ছে ইউরোপ। আইএস গ্লোবালের প্রতিবেদনে উল্লেখ, ২০২৩ সাল বিশেষ সবচেয়ে উষ্ণ বছর। এর আগে এত গরম আর পড়েনি কখনও। বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণায়নকারী মহাদেশ পরিণত হয়েছে ইউরোপ। তীব্র গরমে কারণে সেখানে বাড়ছে স্বাস্থ্য়সংক্রান্ত ঝুঁকি। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো : ভয়াবহ তাপপ্রবাহের কবলে ইউরোপ! গত বছর অসহ্য গরমে প্রাণ হারিয়েছেন ৪৭ হাজারেরও বেশি মানুষ। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে দক্ষিণ ইউরোপের দেশগুলি। ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ (আইএস গ্লোবাল) প্রতিবেদনে এমনই তথ্য পাওয়া গিয়েছে। আরও পড়ুন: Sheikh Hasina: 'নির্বিচারে গণহত্যা'র দায়ে শেখ হাসিনা-সহ ৭ জনের বিরুদ্ধে এবার খুনের মামলা... যতদিন যাচ্ছে, আবহাওয়া ততই বদলে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে তাপমাত্রা। ফলে তাপপ্রবাহের ঝুঁকি বাড়ছে ইউরোপ। আইএস গ্লোবালের প্রতিবেদনে উল্লেখ, ২০২৩ সাল বিশেষ সবচেয়ে উষ্ণ বছর। এর আগে এত গরম আর পড়েনি কখনও। বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণায়নকারী মহাদেশ পরিণত হয়েছে ইউরোপ। তীব্র গরমে কারণে সেখানে বাড়ছে স্বাস্থ্য়সংক্রান্ত ঝুঁকি। গবেষণা দেখা গিয়েছে, গত ২০ বছরে এই উষ্ণতার সঙ্গে খাপ খাইতে নিয়ে যদি পদক্ষেপ না করা হত, তাহলে মৃত্যর সংখ্যা বাড়ত ৮০ শতাংশ বাড়ত! আইএস গ্লোবালের গবেষক এবং লেখক এলিসা গ্যালো জানিয়েছেন, 'গবেষণার দেখা গিয়েছে, বর্তমানে তীব্র তাপমাত্রার সঙ্গে সমাজও বদলে যাচ্ছে। ফলে সাম্প্রতিক কালে গরমের কারণে অসুস্থতা ও মৃত্যুহার, বিশেষ করে বষস্কদের অনেকটাই কমেছে'। ইউরোপের ৩৫ দেশে তাপমাত্রা ও মত্যুহার রেকর্ড করেছে গবেষকরা। তা থেকে ধারনা করা হচ্ছে, গত বছর গরমে মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৬৯০ জনের। জনসংখ্যা নিরিখে এই মৃত্যুর হার সবচেয়ে বেশি গ্রিস, বুলগেরিয়া, ইতালি এবং স্পেনেও। আরও পড়ুন: Bangladesh: ১৫ অগাস্টের ছুটি বাতিলের সিদ্ধান্ত! (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App , Facebook , Whatsapp Channel , X (Twitter) , Youtube , Instagram পেজ-চ্যানেল)

WI
(91.5 ov) 233
(56.2 ov) 201/5
VS
SA
357 (117.4 ov)
173/3 dec (29.0 ov)
West Indies drew with South Africa
Full Scorecard →

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.