BENGALI

Bangladesh: ফের উত্তাল বাংলাদেশ! আনসার-ছাত্রদের সংঘর্ষে চলল গুলি, নামল সেনা...

জানা গিয়েছে, ঘড়িতে তখন ১২টা। আজ, রবিবার দুপুরে চাকরি জাতীয়করণে দাবিতে ঢাকায় সচিবালয় অবরোধ করেন আনসার সদস্যরা। আটকে রাখা হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ-সহ বেশ কয়েকজনকে। খবর ছড়িয়ে পড়তেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন পড়ুয়ারা। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো : বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে পতন হয়েছিল হাসিনা সরকারের। এবার চাকরি জাতীয়করণের দাবি উঠল বাংলাদেশে। আন্দোলরত আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ালেন বৈষম্যবিরোধী ছাত্ররা। চলল গুলিও! আহত বেশ কয়েকজন। আরও পড়ুন: Death in Desert: বিকল জিপিএস ট্র্যাকার! আরবের মরুভূমিতে বেঘোরে মৃত্যু ভারতীয় যুবকের.. জানা গিয়েছে, ঘড়িতে তখন ১২টা। আজ, রবিবার দুপুরে চাকরি জাতীয়করণে দাবিতে ঢাকায় সচিবালয় অবরোধ করেন আনসার সদস্যরা। আটকে রাখা হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ-সহ বেশ কয়েকজনকে। ফেসবুক পোস্টে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, 'সবাই রাজুতে আসেন। স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাইছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে'। এই খবর ছড়িয়ে পড়তেই পথে নামেন বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন পড়ুয়ারা। রীতিমতো লাঠি হাতে সচিবালয়ে দিকে যেতে দেখা যায় তাঁদের। প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে সাড়ে ন'টার পর দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইঁটের আঘাতে আহত হন বেশ কয়েকজন। আরও পড়ুন: Telegram CEO Arrest: প্যারিসে পা রাখতেই গ্রেফতার টেলিগ্রামের CEO, কী কারণে আটক হলেন ধনকুবের? (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App , Facebook , Whatsapp Channel , X (Twitter) , Youtube , Instagram পেজ-চ্যানেল)

EST
99/8
(20.0 ov)
VS
GSY
65/1
(6.0 ov)
Full Scorecard →

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.