BENGALI

Hindus under attack: হিন্দু অত্যাচারে পাকিস্তানের থেকেও এগিয়ে ইউনূসের বাংলাদেশ, পরিসংখ্যান বিদেশ মন্ত্রকের...

Bangladesh-Pakistan: লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে পরিসংখ্যান দিয়ে বিদেশ মন্ত্রক জানাল মহম্মদ ইউনূসের বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা পাকিস্তানের থেকেও বেশি। রাজীব চক্রবর্তী: ইউনুস (Muhammad Yunus) জমানায় সাম্প্রতিক সময়ের রেকর্ড সংখ্যায় পৌঁছলো বাংলাদেশে (Bangladesh) হিন্দু এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা। যা পাকিস্তানের (Pakistan) তুলনায় অনেক বেশি। লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে পরিসংখ্যান দিয়ে জানাল বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs)। আরও পড়ুন- Atul Subhash Suicide Case: নাতিকে ফিরে পেতে 'সুপ্রিম' দ্বারে অতুলের মা, ৩ রাজ্য তোলপাড়ের নির্দেশ... ২০২৪ সালের ৮ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে ২২০০ টি। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৩০২। ২০২২ সালে ছিল মাত্র ৪৭। বিভিন্ন সংখ্যালঘু এবং মানবাধিকার সংগঠনের দেওয়া তথ্য থেকেই এই পরিসংখ্যান লোকসভায় জানিয়েছেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং। বাংলাদেশের তুলনায় পাকিস্তানের মাটিতে হিন্দু এবং বাকি সংখ্যালঘুদের উপরে আক্রমণের সংখ্যা যথেষ্ট কম।পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে ১১২টি। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ১০৩। ২০২২ সালে ছিল ২৪১। আরও পড়ুন- Bangladesh: শোকে বিহ্বল বদলের বাংলাদেশ! কাজ শুরুর আগেই শেষ ইউনূসের সঙ্গী... বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে নয়াদিল্লির তরফে বার্তা দেওয়ার পাশাপাশি, প্রতিমুহূর্তে ঢাকায় অবস্থিত ভারতের দূতাবাস এ বিষয়ে কাজ করছে বলে জানানো হয়েছে। পাকিস্তানের অভ্যন্তরে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারত প্রয়োজনীয় পদক্ষেপ করছে বলেও জানানো হয়েছে। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App , Facebook , Whatsapp Channel , X (Twitter) , Youtube , Instagram পেজ-চ্যানেল)

NZ
319/8
(83.0 ov)
VS
ENG
Full Scorecard →

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.