BENGALI

Child Death in Mathabhanga: মর্মান্তিক! ঝিনুক কুড়োতে গিয়ে নদীতে তলিয়ে গেল ৩ শিশু...

Cooch Behar: মামার বাড়িতে বেড়াতে এসেছিল তারা। নদীতে ঝিনুক কুড়োতে গিয়েছিল। সেই ঝিনুক কুড়োতে গিয়েই জলে ডুবে মৃত্যু হল তিন জনের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দেবজ্যোতি কাহালি: ঝিনুক কুড়োতে গিয়ে নদীতে তলিয়ে গেল তিন শিশু (Child Death)। মর্মান্তিক এই ঘটনাটি মাথাভাঙ্গার (Mathabhanga) ঘটনা। তিন শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। মামার বাড়িতে বেড়াতে এসেছিল তারা। নদীতে ঝিনুক কুড়োতে গিয়েছিল। সেই ঝিনুক কুড়োতে গিয়েই জলে ডুবে মৃত্যু হল তিন জনের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মৃত তিনজনের মধ্যে দুজন সম্পর্কে ভাই বোন এবং আরেকজন তাদের মামাতো ভাই। তিনজনেরই বয়স ১০-১২ বছরের মধ্যে বলে জানা গিয়েছে। আরও পড়ুন- Devoleena Bhattacharjee: 'আমার সন্তান, আমার ধর্ম, আমি বুঝব! আপনি কে?', মা হলেন 'বিতর্কিত' অভিনেত্রী দেবলীনা... মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের হাসানের ঘাট লাগোয়া ধরলা নদীতে। স্থানীয় সূত্রে খবর মামা অনুকুল বর্মনের বাড়িতে বেড়াতে এসেছিলেন সুস্মিতা এবং তার ভাই আকাশ। আজ দুপুর নাগাদ মামাতো ভাই অঙ্কুশ বর্মনের সাথে ধরলা নদীতে ঝিনুক কুড়োতে আসেন সুস্মিতা অধিকারী এবং তার ভাই আকাশ অধিকারী। আরও পড়ুন- West Bengal News LIVE Update: আর কিছুক্ষণের মধ্যেই এসএসসি-র প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শুরু সুপ্রিম কোর্টে... তিনজন যখন ঝিনুক কুড়োচ্ছিলেন সেই সময় হঠাৎ করেই জলে তলিয়ে যায় কারা। সেই সময় তাদের চিৎকার চেঁচামচিতে এলাকাবাসীরা ছুটে আসে ও তাদের উদ্ধার করে। একজনকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয় ও তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতাল যাওয়ার পথে মাঝ রাস্তাতেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। কিছুক্ষণ পর সুস্মিতা অধিকারী এবং আকাশ অধিকারী দুই ভাই বোনকে মৃত অবস্থাতেই উদ্ধার করা হয় নদী থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিস বাহিনী। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App , Facebook , Whatsapp Channel , X (Twitter) , Youtube , Instagram পেজ-চ্যানেল)

NZ
319/8
(83.0 ov)
VS
ENG
Full Scorecard →

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.