BENGALI

EXPLAINED | WATCH | R Ashwin Retires: আচমকাই কেন অবসরে অশ্বিন? বিস্ফোরক তথ্য বাবার! আকস্মিকতায় অঝোরে কাঁদছেন মা...

R Ashwin Retires: ছেলের অবসরে মোটেই খুশি নন, এবার বিস্ফোরক তথ্য দিলেন অশ্বিনের বাবা জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩৮ বছরে 'সাইন অফ' করেছেন রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin Retires)। আচমকাই মহারথীর অবসরের সিদ্ধান্তে অনেকেই চমকে গিয়েছেন। ভারত-অস্ট্রেলিয়া চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মাঝপথেই ভারতীয় ক্রিকেটের 'আন্না' জানিয়ে দিয়েছেন যে, আন্তর্জাতিক ক্রিকেটের কোনও ফরম্যাটেই তাঁকে আর কখনও দেখা যাবে না। ব্রিসবেন টেস্টের শেষে, ভারত অধিনায়ক রোহিত শর্মাকে পাশে বসিয়ে এই ঘোষণা করেছেন কিংবদন্তি স্পিনার। যদিও বিদায়বেলায় অশ্বিন বলেছেন যে, তাঁর ভিতরে এখনও ক্রিকেট রয়েছে! অশ্বিনের আচমকা অবসর একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। অশ্বিনের বাবা রবিচন্দ্রন এবার বিস্ফোরক তথ্য দিলেন ছেলের অবসর ইস্য়ুতে। আরও পড়ুন: আচমকাই অস্তাচলে 'আন্না'! রইল কিংবদন্তির সব রেকর্ড, বোলার হয়েও ১২ হাজারের উপর রান! এক সর্বভারতীয় সংবাদ মাধ্য়মে ছেলের প্রসঙ্গে বাবা বলেছেন, 'আমিও শেষ মুহূর্তে জানতে পেরেছি ওঁর অবসরের বিষয়ে। ওর মাথায় যে ঠিক কী চলছিল, তা আমি জানি না, ও স্রেফ ঘোষণা করে দিল। আমি কিন্তু আনন্দের সঙ্গেই ওর সিদ্ধান্ত মেনে নিয়েছি। এই বিষয়ে আমার কোনও অনুভূতি নেই। তবে যে ভাবে ও অস্তাচলে গেল, তাতে করে বলকে পারি, আমার একটা অংশ খুশি, বাকি অংশটা নয়, কারণ ওর খেলা চালিয়ে যাওয়া উচিত্‍ ছিল। আমি এই বিষয়ে নাক গলাতে চাই না, তবে যে ভাবে ও শেষ করল, মনে হচ্ছে এর পিছনে অনেক কারণ রয়েছে। অন্য়তম কারণ হতে পারে অপমান!' অশ্বিন অস্ট্রেলিয়া থেকে ভারতে চলেও এসেছেন। বাড়ি ফিরতেই তাঁকে পড়শিরা রাজকীয় সংবর্ধনা দিয়েছেন। বিরাট মালা পরিয়ে দেওয়া হয় অশ্বিনকে। তাঁকে স্বাগত জানাতে বহু মানুষ হাজির হয়েছিলেন তাঁর বাড়িতে। বাবা জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দেন, মা ছেলেকে পেয়ে জড়িয়ে অঝোরে কেঁদেছেন। December 19, 2024 ২০১০ সালের জুনে টি-২০আই ও ওডিআই অভিষেক করা অশ্বিনের, দেশের জার্সিতে লাল বলে হাতেখড়ি হয় ২০১১ সালে। ১৪ বছরের কেরিয়ারে ইতি টানলেন ভারতীয় সুপারস্টার। ১০৬ টেস্টে ৫৩৭ উইকেট নিয়েছেন অশ্বিন, ১১৬ ওডিআই-তে তাঁর রয়েছে ১৫৬ উইকেট, টি-২০ আই ফরম্যাটে পেয়েছেন ৭২ উইকেট। টেস্টে অশ্বিন করেছেন ৩৫০৩ রান, ওডিআই-তে করেছেন ৭০৭ রান, টি-২০ আই-তে করেছেন ১৮৪ রান। ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে তিনি ১২৩৫৫ রান করেছেন। আরও পড়ুন: 'দলের বোঝা হতে...' এবার অবসরে অধিনায়ক রোহিত শর্মাও! মহাপ্রলয় ভারতীয় ক্রিকেটে... (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App , Facebook , Whatsapp Channel , X (Twitter) , Youtube , Instagram পেজ-চ্যানেল)

NZ
319/8
(83.0 ov)
VS
ENG
Full Scorecard →

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.