BENGALI

Patashpur: বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা ও খুনের অভিযোগ! অভিযুক্তকে পিটিয়ে মারলেন গ্রামের মহিলারা!

Pataspur: ফের ধর্ষনের চেষ্টা,মহিলাকে মারধরে মৃত্যু।এলাকায় দোষীকে ঘেরাও করে মারধর ,পুলিস এলে পুলিসকে ঘিরে বিক্ষোভ। ঘটনা পটাশপুর থানার ভুবন মঙ্গলপুর এলাকার। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তকে ধরে ফেলে বেধড়ক মারধর শুরু করেন গ্রামবাসীরা। গণপিটুনিতে মারা যায় অভিযুক্ত। কিরণ মান্না: একদিকে আরজি কর কাণ্ড তো অন্যদিকে জয়নগরে বালিকাকে ধর্ষণ করে খুনে যখন উত্তাল গোটা বাংলা। সেই সময় আরেক নৃশংস ঘটনা ঘটে গেল পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। বাড়িতে ঢুকে এক মহিলাকে ধর্ষণের চেষ্টা করে তারই এক প্রতিবেশী। মহিলা বাধা দেওয়ায় তাকে মারধর করে অভিযুক্ত। মারধরে আহত মহিলা তমলুকের এক নার্সিংহোমে ভর্তি করা হয়। ভোররাতে তাঁর মৃত্যু হয়। ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলে গণপিটুনি দেয় গ্রামবাসীরা। ঘটনাস্থলে পুলিস আসায় গ্রামবাসীরা পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখায়। অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করতে বাধা দেয় গ্রামবাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে এগরা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই মৃত্যু হল অভিযুক্তের। উত্তেজনা ছড়ায় পটাশপুরের ভুবনমঙ্গলপুরে গ্রাম। আরও পড়ুন- R G Kar Incident: জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি, সমর্থনে ধরণায় আরজি কর-কাণ্ডে নির্যাতিতার মা-বাবাও... পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানা এলাকার ভুবন মঙ্গলপুর গ্রামে এক গৃহবধুর খুনের ঘটনা সামনে আসে। অভিযোগে উঠে আসে ওই গৃহবধূ গ্রামেরই এক ব্যক্তি সুখচাঁদ মাইতির এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের ঘটনা জেনে ফেলেছিল। যার ফলে সুখচাঁদ ওই গৃহবধূকে বেশ কয়েকদিন ধরে প্রাণ নাশের হুমকি দিয়েছিল। ওই গৃহবধূ ভয় পেয়ে গ্রাম পঞ্চায়েতের কাছে জানিয়েছিল। এরপর গতকাল শনিবার গৃহবধুর স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে প্রমাণ লোপাটের জন্য তার উপর চড়াও হয় ব্যাপক মারধর চালায় এমনকি ধর্ষণেরও চেষ্টা চালায় বলে অভিযোগ। কোনরকম প্রানে বাঁচতে চিৎকার করতে করতে বাড়ি থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করে গৃহবধূ। কিন্তু বাড়ির সামনে একটি ট্যাপ কলের চাতালে আছাড় খেয়ে পড়ে যায় গৃহবধূ। সেখানে জ্ঞান হারায় সে। এরপর অভিযুক্ত সুখচান্দ মৃত্যু নিশ্চিত করতে বিষ খাওয়ানোর চেষ্টা করে বলে অভিযোগ। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখতে পায় সুখ চাঁদ ছুটে পালিয়ে যাচ্ছে। আর ওই গৃহবধূ রক্তাক্ত অবস্থায় চাতালে পড়ে রয়েছে। চোখে মুখে জল দিতে তার জ্ঞান ফেরে এবং সমূহ সে জানায় প্রতিবেশীদের। আরও পড়ুন- Dev at Globe Cinema: ২০ বছর পর খুলল গ্লোব সিনেমা, প্রথমদিন কাউন্টারে নিজের হাতে 'টেক্কা'র টিকিট বিক্রি করলেন দেব... সুখ চাঁদ পালানোর সময় বাড়ি থেকে সোনা দানা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। মারধরের সময় অবৈধ সম্পর্কের সেই মহিলা ও ছিলেন বলে অভিযোগ। এরপর আক্রান্ত মহিলাকে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার ভোররাতে তার মৃত্যু হয়। আজ সকালে মৃত্যুর খবর গ্রামে আসতেই উত্তেজনা ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। সুখচাঁদকে তার বাড়ি থেকে তুলে এনে গণপ্রহার দেওয়া হয়। পটাশপুর থানার পুলিস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে গ্রামবাসীরা সাময়িক পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। এমনকি সুখ চাঁদকে পুলিসের হাতে তুলে দিতে অস্বীকার করে গ্রামবাসীরা। পুলিস সেখানে কোন রকমে সুখচাঁদকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় এগরা হাসপাতালে ভর্তি করে। দুপুর একটার নাগাদ অভিযুক্ত সুখচাঁদেরও মৃত্যু হয়। গোটা ঘটনায় পুলিশ জানাচ্ছে নির্যাতিতা মৃতা মহিলার পক্ষ থেকে তার পরিবারের লোক অভিযোগ জানিয়েছে, পুলিস সেই লিখিত অভিযোগ পেয়ে তদন্ত করছে। তবে ধর্ষণের কোন অভিযোগ পায়নি পুলিস। সুখচাঁদের বিবাহ বহির্ভূত সম্পর্ক যে মহিলার সঙ্গে ছিল সেই মহিলাকে ইতোমধ্যে পুলিস আটক করেছে। অপরদিকে গণপিটুনির জেরে অভিযুক্তের মৃত্যু হওয়ায় পৃথকভাবে পুলিস মামলা রুজু করছে, সেটারও তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে পুলিস। এই ঘটনায় কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে পৃথক দুইটি প্রতিনিধি দল মৃতার বাড়িতে গিয়ে পৌঁছায় সেখানে কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে এবং ওই মহিলার পরিবারের সঙ্গে। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App , Facebook , Whatsapp Channel , X (Twitter) , Youtube , Instagram পেজ-চ্যানেল)

IND
87/3
(8.4 ov)
VS
BAN
127
(19.5 ov)
Full Scorecard →

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.