BENGALI

Debangshu Bhattacharya on Dr Subarna Goswami: আরজি করে SFI নেতা ছিলেন, পর্ন কাণ্ডে অভিযুক্তও! ডা. সুবর্ণ গোস্বামীকে কাঠগড়ায় তুলল তৃণমূল...

RG Kar Medical College: দেবাংশু লেখেন, বিস্তর জলঘোলা হয়েছিল সেই বিষয়ে, কিন্তু বিচার পায়নি সৌমিত্রর মা। সেদিন কোনো We Want Justice বলে আন্দোলনও হয়নি। বরং সেদিন ঘটনা ধামাচাপা দিয়েছিলেন আর জি করের এসএফআই নেতা সুবর্ণ গোস্বামী। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেবাংশু ভট্টাচার্যের নিশানায় সিনিয়র চিকিত্‍সক সুবর্ণ গোস্বামী। ‘বাম আমলের ডাক্তারি ছাত্র খুন ও পর্ন চক্রের পাণ্ডা’ বলে পোস্ট তৃণমূল নেতার’। ২০০১ সালের ২৫ অগাস্ট আরজি করে ডাক্তারি ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। অভিযোগ ওঠে হস্টেলে পর্ণ চক্র চালাত এসএফআই। সেদিন ঘটনা ধামাচাপা দিয়েছিলেন আরজি করের এসএফআই নেতা সুবর্ণ গোস্বামী। আরও পড়ুন, Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর লেখা গানই পুজোর সেরা! সুরকারও মমতা, কার্নিভালে মিলল স্বীকৃতি দেবাংশু লেখেন, বিস্তর জলঘোলা হয়েছিল সেই বিষয়ে, কিন্তু বিচার পায়নি সৌমিত্রর মা। সেদিন কোনো We Want Justice বলে আন্দোলনও হয়নি। বরং সেদিন ঘটনা ধামাচাপা দিয়েছিলেন আর জি করের এসএফআই নেতা সুবর্ণ গোস্বামী। হ্যাঁ, সেই একই ব্যক্তি যিনি তিলোত্তমা কাণ্ডে গলার শিরা ফুলিয়ে ১৫০ গ্রামের থিওরি বলেছিলেন। সেদিনের ছাত্র খুন ও পর্ণ চক্রের মূল পান্ডা আজকের আন্দোলনের প্রধান মুখ! সোশাল মিডিয়ায় পোস্ট দেবাংশুর। পাল্টা মানহানির মামলার হুঁশিয়ারি সুবর্ণ গোস্বামীর। সুবর্ণ গোস্বামী বলেন, 'আমার বা কোনও এসএফআই কর্মীর নামে কোনওরকম অভিযোগ ওঠেনি। কোনও জিজ্ঞাসাবাদ হয়নি। বরং ছেলেটির মা বলেছিলেন, আমার ছেলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের দ্বারা আক্রান্ত হতে পারে। যদিও পরে প্রমাণিত হয় ছেলেটি আত্মহত্যাই করেছিল। তবে এই ধরনের কুত্‍সা যারা করছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।' প্রসঙ্গত বলা হচ্ছে, ২৩ বছর আগের ঘটনা। আরজি কর হাসপাতালের এক ডাক্তার পড়ুয়ার রহস্যমৃত্যুর অভিযোগ ওঠে। সেই ঘটনায় মৃতের মা সবিতাদেবী অভিযোগ করেছিলেন, আরজি কর হাসপাতালের পর্নোগ্রাফি চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েই খুন হতে হয়েছে তাঁর ছেলেকে। এমনকী দুবেজি, ধরবাবু এবং গোঁসাই ঠাকুর - এই তিন এসএফআই নেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তিনি। যৌনকর্মী ভাড়া করে এনে শ্যুটিং করার মতো চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছিল বলে দাবি করে তৎকালীন সিআইডি অফিসাররা।যদিও আরজি কর হাসপাতালের তখনকার শীর্ষ এসএফআই নেতা ডাঃ সুবর্ণ গোস্বামী এসব অভিযোগ মিথ্যে বলেছিলেন। এদিকে কুণাল ঘোষ এক্সে লিখেছেন, মুখে তো অনেক হল। এবার জনতার দরবারে বিচার হোক। চ্যালেঞ্জ করছি, আসন্ন উপনির্বাচনে তিন/চারজন উস্কানিদাতা সিনিয়র ডাক্তার বা অতিবিপ্লবী নব্য নেতা কোনো জুনিয়র ডাক্তার সিপিএমের প্রার্থী হয়ে দেখান। ফেসবুকে, মিডিয়ায় সরকারবিরোধিতার সব ডায়লগ, সরাসরি মানুষের সামনে প্রার্থী হিসেবে আসুন। সিপিএমকেও বলব, নিজেরা শূন্য হওয়ার পর এখন যাদের মুখোশের আড়ালে করছেন, ক্ষমতা থাকলে সেই গোঁসাই, বাঁড়ুজ্জে, চিমটাদের প্রার্থী করে লড়াই করুন। আরও পড়ুন, Gold Price: উড়ে যাবে চিন্তা-ভাবনা-ঘুম! আকাশছোঁয়া হল সোনার দাম... (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App , Facebook , Whatsapp Channel , X (Twitter) , Youtube , Instagram পেজ-চ্যানেল)

SL
(20.0 ov) 162/5
VS
WI
89 (16.1 ov)
Sri Lanka beat West Indies by 73 runs
Full Scorecard →

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.