BENGALI

West Bengal News LIVE Update: আজ নীতি আয়োগের বৈঠক, বাংলার বকেয়া আদায়ের দাবিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী!

West Bengal News LIVE Update: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES- (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App , Facebook , Whatsapp Channel , X (Twitter) , Youtube , Instagram পেজ-চ্যানেল) 27 July 2024, 09:45 AM Mamata Banerjee: নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে রাষ্ট্রপতি ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 27 July 2024, 09:30 AM Potato Raid: আলুতে অভিযান। মানিকতলা বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ টাস্কফোর্স এবং বটতলা থানার পুলিশের যৌথ অভিযান। সবজি ও আলুর বাজারদর নিয়ন্ত্রণে রয়েছে কিনা তা যাচাই করতে যৌথ অভিযান। ইতিমধ্যেই পাইকারি বাজারে আলুর বাজার দর কমে যাওয়ায় খুচরো বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে ৩২ টাকায়। গত ৩/৪ দিনে ৬ থেকে ৮ টাকা কেজি প্রতি কমেছে জ্যোতি আলুর। দাম কমেছে চন্দ্রমুখী আলুরও। আজ ৩৬ থেকে ৩৮ টাকা কিলো প্রতি বিক্রি হচ্ছে চন্দ্রমুখী আলু। টাস্ক ফোর্সের সদস্যরা মনে করছেন বুধবার ধর্মঘট ওঠার পর মাঝে বৃহস্পতি এবং শুক্রবার সেই আলু প্রসেস করে প্যাকিং করার সময় লেগেছে। ফলে চাহিদা অনুপাতে এখনও সামান্য ঘাটতি রয়ে গেছে যোগানে। সোমবার থেকে দাম আরও কমে জ্যোতি আলুর দাম ৩০ টাকায় নামবে। তবে পশ্চিমবঙ্গে ফলন না হওয়ায় আপাতত চন্দ্রমুখী আলুর দাম কমার তেমন সম্ভাবনা নেই। 27 July 2024, 09:15 AM Kolkata: কলকাতার হাসপাতালে প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। সকাল ৬টা বেজে ৪০মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। 27 July 2024, 09:15 AM Niti Ayog: আজ নীতি আয়োগের নবম গভর্নিং কাউন্সিলের বৈঠক। বৈঠকে এবার মূল আলোচ্য বিষয়, ২০৪৭ সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে রাজ্যগুলির কী কী করণীয়। দেশবাসীর জীবনধারণের মানোন্নয়নের জন্য কী কী করণীয়। পরিকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষা-সহ একাধিক বিষয়ে তৃতীয় সর্বভারতীয় মুখ্য সচিবদের বৈঠক থেকে উঠে আসা সুপারিশের বাস্তবায়ন। গভর্নিং কাউন্সিলের সদস্য হিসেবে সামগ্রিক উন্নয়নে মুখ্যমন্ত্রীদের পরামর্শ। আজ বৈঠকের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিজেপিশাসিত সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন আজকের বৈঠকে। থাকবেন কেন্দ্রশাসিত অঞ্চলের উপ-রাজ্যপালরা। থাকবেন এনডিএ শরিক মুখ্যমন্ত্রীরাও‌। যদিও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এখনও পর্যন্ত উপস্থিত হওয়ার কথা জানাননি। তবে মমতা ছাড়া ইন্ডিয়া জোটের দলগুলির মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের এই বৈঠক বয়কট করেছেন। আসছেন না হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.