BENGALI

Groom plays ludo: 'আমি যে নিজেই মত্ত'! টোপর মাথায় মণ্ডপে লুডো খেলায় বুঁদ বর...

বিয়ে বাড়ির কেন্দ্রবিন্দু থাকে সাধারণত বর-কনে। কিন্তু এই বাড়িতে একা বরই সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছে। রমরম ভাইরাল হয়েছে তাঁরই ছব। বিয়ের মণ্ডপে অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছেন হবু বর। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শীতকাল মানেই বিয়ের মরসুম। চারিদিকে কান পাতলে ভেসে আসছে সানাইয়ের সুর। বিয়ে বাড়ির কেন্দ্রবিন্দু থাকে সাধারণত বর-কনে। কিন্তু এই বাড়িতে একা বরই সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছে। রমরম ভাইরাল হয়েছে তাঁরই ছব। বিয়ের মণ্ডপে অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছেন হবু বর। ভাইরাল ছবিতে দেখা যায়, বিয়ের পিঁড়িতে বসে করতে বসে মন্ত্র পড়ার ফাঁকে পিছন ফিরে অনলাইনে লুডো খেলছেন পাত্র। বিয়ে হচ্ছে হোক, কিন্তু গেম ছাড়া যাবে না! ছবিটি ঝড়ের গতিতে ভাইরাল হওয়ার পর নেটিজেনরা হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার উপক্রম। Bro has his own priorities pic.twitter.com/CEVJnfPpvb — Muskan (@Muskan_nnn) November 27, 2024 এক্স হ্যান্ডেলে মুসকান নামে একজন ছবিটি শেয়ার করেন। যেখানে বর টোপর মাথায় তাঁর দুই বন্ধুর সঙ্গে ফোনে লুডো খেলায় মত্ত। অন্যদিক পুরোহিত এবং ফটোগ্রাফার নিজেদের কাজে ব্যস্ত। পোস্টের ক্যাপশনে লেখা, 'ব্রো কাছে নিজের খুশি আগে।' পোস্টটি প্রায় ৪.৫ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। নেটিজেনরা হেসে লুটোপুটি খাচ্ছে। একজন লিখেছেন, ‘বিয়ে চলবে, লুডো বন্ধ করা চলবে না!’ একজনের কমেন্ট, ‘মনে হয় কনে এখনও ঢোকেননি।’ একজন আবার বলেছেন, ‘লুডো খেলা এঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।’ অন্য একজন লেখেন, 'এতো লুডোর রাজা'। যদিও এই ধরণের ঘটনা প্রথম নয়। এর আগে, এক হবু বর তাঁর বিয়ের সময় ট্রেডিং ড্যাশবোর্ড চেক করছিলেন। সেটি ইনস্টাগ্রামে ঝড়ের গতিতে ভাইরাল হয়। যেখানে বিয়ের পাঞ্জাবি পরে নিজের ফোনে স্টক মার্কেটের আপডেটগুলি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। আরও পড়ুন: Viral Video: ঘোর কলি! নিজের বাবার গলাতেই মালা পরালেন ২৪-এর তরুণী... (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App , Facebook , Whatsapp Channel , X (Twitter) , Youtube , Instagram পেজ-চ্যানেল)

NZ
319/8
(83.0 ov)
VS
ENG
Full Scorecard →

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.