BENGALI

India vs Bangladesh T20 series: টি ২০ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হেলায় হারাল ভারত!

India vs Bangladesh T20 series: টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতেছিলেন সূর্যকুমারই। বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠান তিনি। এদিন জাতীয় দলের হয়ে অভিষেক হয় মায়াঙ্ক যাদব এবং নীতীশ রেড্ডির। অন্যদিকে তিন বছর পর জাতীয় দলে ফেরেন বরুণ চক্রবর্তী। দলে ছিলেন আরেক কেকেআর তারকা রিঙ্কু সিং। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যাটে-বলে সমান দাপট! টি২০ সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশকে হেলায় হারাল ভারত। প্রথম ব্যাট করে মাত্র ১২৭ রানেই অলআউট 'টাইগার'রা। সেই রান সহজেই তুলে ফেললেন সূর্যকুমার যাদবরা। পরের দিকে ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেললেন হার্দিক পাণ্ডিয়া। আরও পড়ুন: WATCH | Suresh Raina | National Cricket League: ৬ চার ৩ ছয়ে ২৮ বলে ৫৩*! রায়না যেন শিকারি হায়না, সাকিবকে ছিঁড়ে খেলেন... টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতেছিলেন সূর্যকুমারই। বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠান তিনি। এদিন জাতীয় দলের হয়ে অভিষেক হয় মায়াঙ্ক যাদব এবং নীতীশ রেড্ডির। অন্যদিকে তিন বছর পর জাতীয় দলে ফেরেন বরুণ চক্রবর্তী। দলে ছিলেন আরেক কেকেআর তারকা রিঙ্কু সিং। ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। আর্শদীপের বলে প্যাভিলিয়নে ফেরেন লিটন দাস। এরপর ম্যাচে তৃতীয় ওভারে সেই । আর্শদীপের বলেই আউট হন য় পারভেজ হোসেন ইমন। বরুণ চক্রবর্তী ফেরান তৌহিদকে (১২)। ক্যাচ নেন হার্দিক পাণ্ডিয়া। উইকেট পড়ে থাকে প্রায় নিয়মিত ব্যবধানে। শেষপর্যন্ত ১৯.৫ ওবারে ১২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাব ব্যাট করতে নেমে বিশেষ বেগ পেতে হয়নি ভারতকে। কার্যকরী ভূমিকা নেন সঞ্জু স্যামসন ও অধিনায়ক সূর্যকুমার স্বয়ং। মুস্তাফিজুরের বলে ক্যাচ আউট হন অধিনায়ক। যদিও পরের দিকে নেমে দাপুটে ব্যাট করেন হার্দিক পাণ্ডিয়া। ১৬ বলে ৩৯ রান করেন তিনি। ঝোড়ো ইনিংসে ছিল দুটি ওভার বাউন্ডারি এবং পাঁচটি বাউন্ডারি। ফলে ১১.৫ ওভারেই ম্যাচের সমাপ্তি ঘটে। বাংলাদেশ ১২৭ রানের জবাবে শেষ বলে হার্দিকের ছয়ের সুবাদে ১৩২ করে ভারত। আরও পড়ুন: India vs Pakistan | Women's T20 World Cup 2024: বিশ্বকাপে সবুজ দেখলেই আগুন জ্বলে ভারতের, এবার দুবাইয়েও তল পেল না পাকিস্তান! ​(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App , Facebook , Whatsapp Channel , X (Twitter) , Youtube , Instagram পেজ-চ্যানেল)

IND
(11.5 ov) 132/3
VS
BAN
127 (19.5 ov)
India beat Bangladesh by 7 wickets
Full Scorecard →

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.