BENGALI

WATCH | MS Dhoni: জিতিয়েছেন ৩ ICC, ৫ IPL ট্রফি! স্ম্যাশে ঝড় ব্যাডমিন্টনে! সিন্ধু-লক্ষ্যরা দেখেছেন?

MS Dhoni Spotted On Badminton Court: ব্যাডমিন্টন কোর্টে ঝড় তুললেন ধোনি, তাঁর জাম্প স্ম্যাশ মাথা ঘুরিয়ে দেবে তারকা শাটলারদেরও! জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: নেটদুনিয়া থেকে বহুদূরেই থাকেন এমএস ধোনি (MS Dhoni)। তাঁর আপডেট পাওয়া যায় কোনও ভাইরাল ভিডিয়ো থেকেই। বলতে গেলে ধোনি নিজে সে অর্থে কিছু পোস্টই করেন না। সে ফেসবুক হোক বা এক্স। কিংবদন্তি বিশ্বকাপ জয়ীর ফেসবুক জুড়ে থাকে শুধুই পেইড পার্টনারশিপের পোস্ট! অর্থাৎ যা বাণিজ্য়িক এবং বিজ্ঞাপন সংক্রান্ত। ৩ আইসিসি ও ৫ আইপিএল ট্রফি জয়ী কিংবদন্তি অধিনায়ক এবার ঝড় তুললেন ব্যাডমিন্টন কোর্টে! সম্প্রতি ধোনির একটি ভিডিয়ো ভাইরাল হল, যেখানে দেখা যাচ্ছে যে, হলুদ ট্য়াংক ও সবুজ জগার্স পরে আগুনে ব্যাডমিন্টন খেলছেন কোর্টে। ধোনির জাম্প স্ম্যাশের সামনে প্রতিপক্ষরা কোর্টে কার্যত হামাগুড়ি খেলেন! আরও পড়ুন: মাহির আগুনে পুড়েছিলেন তাঁরাও! করিনা-নেহা-সানার ভিডিয়ো ভাইরাল August 24, 2024 কে বলবে ধোনির বয়স ৪২! কে বলবে যে, গতবছর আইপিএল ফাইনাল জেতার পরেই হাসপাতালে ছুটেছিলেন আর্থোস্কোপিক রিপেয়ারের জন্য মাইক্রোসার্জারি করাতে! কে বলবে পাঁচ বছর আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেটার পাট চুকিয়ে ফেলেছেন। অবসরে শুধু খেলেনে টেনিস-গল্ফ-ব্যাডমিন্টন । আর পেশাদার ক্রিকেট বলতে আইপিএল (IPL)। এহেন কিংবদন্তিই চলতি বছর আইপিএলে বারবার ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছেন। টাইমমেশিনে বারবার চাপিয়েছেন তাঁর ফ্য়ানদের। কখনও ধোনি বাজ পাখির মতো ছোঁ মেরে ক্য়াচ নিয়ে যাবতীয় লাইমলাইট কেড়ে নিয়েছেন! তো কখনও পরপর ছয় মেরে ম্য়াচ জিতিয়েছেন। এহেন ধোনিকে ফের দেখা যাবে চলতি আইপিএলে। তাঁর ব্যাডমিন্টন খেলাই বলে দিচ্ছে যে, নিজের ফিটনেস কোন পর্যায়ে ধরে রেখেছেন! আরও পড়ুন: 'উত্তেজনায়...'! ক্রিকেটারের সুন্দরী স্ত্রীর অন্তরঙ্গ ছবি ধোনির সঙ্গে, তুঙ্গে চর্চা (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App , Facebook , Whatsapp )

PAK
448/6 dec
(113.0 ov)
112/7
(39.0 ov)
VS
BAN
565
(167.3 ov)
Full Scorecard →

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.