ENTERTAINMENT

Ritabhari Chakraborty Protest On RG Kar: লড়াইটা নারী-পুরুষের মধ্যে নয়, ‘ক্ষমতাবানরা চুপ কেন?’ খোঁটা দিলেন ঋতাভরী

লড়াইটা আসলে কাদের মধ্যে? নারী স্বাধীনতার নাকি পুরুষদের সঠিক ব্যবহার এবং আচরণের প্রতি! সমাজ মাধ্যমের পাতায় একটাই শব্দ ঘুরছে, সব পুরুষ না, কিন্তু সবসময় পুরুষই। আর এবার সেই প্রতিবাদে সরব হয়েছেন ঋতাভরী চক্রবর্তী নিজেই। অভিনেত্রী, বরাবরই নারীদের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে সরব হন। আর, এবার যখন গোটা দেশ আওয়াজ তুলেছেন তখন তিনি কীভাবে চুপ থাকেন? অভিনেত্রী, শুধু প্রতিবাদ করলেন এমনটাই নয় বরং একথাও বললেন লড়াইটা নারী পুরুষের মধ্যে নয় শুধু। বরং… লড়াইটা, একদল অসুরের প্রতি। তিনি বলছেন… “লড়াইটা নারী বনাম পুরুষের না। লড়াইটা ধর্ষণকারী, শ্লীলতাহানি করেন যে পুরুষ, রাক্ষস, কোরাপশন এসবের প্রতি। এমনকি, লড়াইটা তাদের বিরুদ্ধেও, যারা ধর্ষণকারীদের নিরাপত্তা দেয়, তাঁদের আড়াল করে। লড়াইটা তাদের জন্য, যারা মেয়েদের বিরুদ্ধে হওয়া ক্রাইমকে দেখতেই পায় না। তাদের, এসবে আপত্তি আছে।” আরও পড়ুন – Ranojay Vishnu-RG kar: ‘এতটা মনুষ্যত্বহীন আপনারা? দুর্ভাগ্য আমাদের…’, ছড়িয়ে পড়ছে অভয়ার শিউরে ওঠা ছবি, কেঁপে উঠলেন রণজয় A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty) অভিনেত্রী, এখানেই থামলেন না। তিনি নিজের বক্তব্য জারি রেখেই বললেন, “লড়াইটা তাদের বিরুদ্ধে যারা মেয়েদের লাগাতার মৃত্যুটা চোখে দেখতে পান না। এবার লড়াইটা সেসব মানুষের প্রতিও, যাঁরা ক্ষমতায় আছেন কিন্তু তারপরেও চুপ থাকেন। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই।” অভিনেত্রীর পোস্টে সহমত হয়েছেন অনেকেই। অভিনেত্রী একজন ভক্তের মন্তব্যে প্রতিক্রিয়া দিয়েই জানিয়েছেন, পাপ করা যেমন খারাপ, পাপ চোখে দেখা আরও বেশি খারাপ। অভিনেত্রীর মন্তব্যে জোরালো আওয়াজ তুলেছেন অনেকেই। শেষ কিছুদিন ধরেই যা চলছে, তাতে চুপ নেই কেউই। যদিও, বা নায়িকাদের মধ্যে রচনা বন্দোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে ট্রোল হয়েছেন অনেকেই। Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App . Web Title: Ritabhari chakraborty shared a post on rg kar medical college rape case tollywood news None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.