LIFESTYLE

Tips to reduce Electricity Bill: দুরন্ত কায়দায় কমান বিদ্যুতের বিল! সহজ এই কাজেই বাঁচান হাজার হাজার টাকা!

Tips to reduce Electricity Bill: বিদ্যুতের বিল নিয়ে উদ্বেগের শেষ নেই। ইদানিং এই সমস্যা যেন মাত্রাতিরিক্তভাবে বেড়ে গিয়েছে। মাসে মাসে বিদ্যুতের বিলের খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে আম আদমিকে। তবে এবার কয়েকটি সহজ পথ অবলম্বন করে আপনি সহজেই বাড়ির বিদ্যুতের বিল অনেকাংশে কমিয়ে ফেলতে পারেন। তবে এক্ষেত্রে অবশ্য আপনাকে কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হবে। ব্যবহারের পর ইলেকট্রনিক গেজেটসের প্লাগ খুলে দিন যখন কোনও ইলেকট্রিক সামগ্রী আপনি ব্যবহার করছেন না তখন সেগুলোর প্লাগ খুলে রাখাই উচিত। অনেক ক্ষেত্রেই দেখা যায়, ইলেকট্রনিক গেজেট স্ট্যান্ড বাই মোডে থাকা সত্ত্বেও কিংবা বন্ধ করে দিলেও প্লাগ লাগানো থাকলে কিন্তু বিদ্যুতের খরচ হতে থাকে। তাই এই বিষয়টির দিকে আপনাকে আগে খেয়াল রাখতে হবে। নিয়মিত পরীক্ষা করান বাড়ির মিটার নির্দিষ্ট সময় অন্তর বাড়ির মিটারটি পরীক্ষা করুন। এক্ষেত্রে যদি আপনি দেখেন যে স্বাভাবিকের তুলনায় বেশি বিদ্যুৎ খরচের ইউনিট দেখা যাচ্ছে তাহলেই সতর্ক হোন। বৈদ্যুতিক সামগ্রীগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণ করুন অনেক ক্ষেত্রেই আপনার রেফ্রিজারেটর, টিভি কিংবা ওয়াশিং মেশিনের মতো বৈদ্যুতিক সরঞ্জাম নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় না। ফলে এগুলোর কোনও যান্ত্রিক ত্রুটি হলে সেক্ষেত্রে আপনার বিদ্যুতের বিল বেড়ে যেতে পারে। সুতরাং বাড়িতে কোনও পুরনো বৈদ্যুতিন সামগ্রী থাকলে সেগুলোকে ভালোভাবে সার্ভিসিং করান। আরও পড়ুন- Lower Berth in Train: দূরপাল্লার ট্রেনে লোয়ার বার্থ পাচ্ছেন না? চিন্তার দিন শেষ! শুধু করুন এই কাজটি বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক পণ্য ব্যবহার করুন বিদ্যুতের বিল কমানোর সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ হল বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক গ্যাজেটসের ব্যবহার। আগে বাড়িতে লাগান এলইডি বাল্ব। এই বাল্বগুলো সাধারণ বাল্বের তুলনায় অনেক কম বিদ্যুৎ খরচ করে। আলোও হয় বেশি। বাড়ির রেফ্রিজারেটর কিংবা এয়ার কন্ডিশনার মেশিন ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তি সম্পন্ন সামগ্রীগুলির ব্যবহার করুন। আরও পড়ুন- Star rating in AC: গুজবে কান নয়! আসলে কোন AC বিদ্যুতের খরচ বাঁচায়? 3 স্টার না 5 স্টার? AC-র তাপমাত্রা স্বাভাবিক রাখুন ইদানিং অসহনীয় গরমের জেরে AC-র চাহিদা বিপুলভাবে বেড়ে গিয়েছে। ঠিকঠাক উপায় না জেনে এসি চালালে হু হু করে বাড়বে বিদ্যুতের বিল। তাই নিয়মিত এসি পরিষ্কার করুন এবং সার্ভিসিং করান। দীর্ঘদিন ধরে এসি সার্ভিসিং না করালে বিদ্যুতের বিল বেড়ে যেতে পারে। আরও পড়ুন- Ceiling Fan Speed: লাট্টুর মতো ঘুরবে ফ্যান, ঘরেই বইবে কালবৈশাখী ঝড়! শুধু করুন এই কাজটি সৌর বিদ্যুৎ ব্যবহারে জোর দিন সৌর বিদ্যুৎ ব্যবস্থা বাড়িতে আনুন। প্রাথমিকভাবে একটু খরচ বেশি হবে। তবে দীর্ঘমেয়াদি ক্ষেত্রে এই ব্যবস্থা একেবারে উপযুক্ত। এতে করে আপনার বাড়ির বিদ্যুতের বিল অনেক অংশে কমবে। বাড়িতে পাখা, রেফ্রিজারেটর, এসি সবই চালাতে পারবেন এই সৌর বিদ্যুৎ ব্যবহার করেই। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এখনই বাড়ির ছাদে কিংবা অন্যত্র এই সৌর বিদ্যুতের প্যানেল বসানোর ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারেন। আরও পড়ুন- AC Machine: AC নিয়ে ভয়ঙ্কর আশঙ্কা! এই সমস্যাটি দেখলেই সতর্ক হোন! নয়তো বিপদের শেষ থাকবে না Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Bengali App . Web Title: Tips to reduce electricity bill at home None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.