NEWS

Mamata Banerjee: ঘাটাল মাস্টার প্ল‍্যান থেকে গঙ্গা ভাঙন, নীতি আয়োগের বৈঠকে কোন কোন দাবি নিয়ে সরব হবেন মমতা?

ঘাটাল মাস্টার প্ল‍্যান থেকে গঙ্গা ভাঙন, নীতি আয়োগের বৈঠকে একগুচ্ছ দাবি নিয়ে সরব হবেন মমতা কলকাতা: দু’বছর পর ফের আজ নীতি আয়োগ এর বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যোগ দিয়ে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হওয়ার পাশাপাশি কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধেও সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারে দিল্লিতে রওনা হবার আগে তিনি জানিয়ে দিয়েছেন ভয়েস রেকর্ডিং না করতে দিলে প্রতিবাদ করে বেরিয়ে চলে আসবেন। যদিও সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়কে নীতি আয়োগের বৈঠকে বলার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী কী কী বিষয় তুলে ধরবেন? নবান্ন সূত্রে খবর, ১) গঙ্গা ভাঙ্গন রোধে বিশেষ আর্থিক প্যাকেজ, ( মালদা ও মুর্শিদাবাদের ভয়ঙ্কর রূপ নিচ্ছে, এলাকার নাম ধরে তা উল্লেখ। এক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতার প্রয়োজন তাও বলা হবে ২) বারবার প্রাকৃতিক বিপর্যয়ের সুন্দরবন অঞ্চল-সহ উপকূলবর্তী অঞ্চলগুলিতে বাঁধ নির্মাণের জন্য স্থায়ী পরিকল্পনা ও তার জন্য বিশেষ আর্থিক প্যাকেজ। ৩) ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও কেন্দ্রের কাছে ফের অর্থের দাবি। ( এক্ষেত্রে নীতি আয়োগের কাছে এই বিষয় নিয়ে কি কি পরিকল্পনা জমা পড়েছে তারও বিস্তারিত তথ্য তুলে ধরা ) ৪) ফারাক্কা ব্যারেজ ও ডিভিসির একাধিক জলাধারের সংস্কার সাধন ও তা তড়িঘড়ি করা। বৃষ্টি হলেই ঝাড়খণ্ড জল ছাড়ে। এর জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা। ৫) সমগ্র শিক্ষা অভিযান ও জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা অনুমোদন দেওয়ার পরেও কেন রিলিজ করা হচ্ছে না তা নিয়ে কেন্দ্রের দেওয়া তথ্যই তুলে ধরা। এক্ষেত্রে পিএম শ্রী প্রসঙ্গ তুলে ধরা আরও পড়ুন: পিছু হটবে ডায়াবেটিস… এই কালো দানায় লুকিয়ে সুস্থতার হদিশ, কাছে ঘেঁষবে না নাছোড়বান্দা হাঁপানি ৬) যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ এক্সিলেন্স-এর জন্য কেন কেন্দ্র টাকা দেবে না? ৭) উচ্চশিক্ষায় রাজ্যপালের বেআইনি হস্তক্ষেপ নিয়ে সরব হবেন মুখ‍্যমন্ত্রী। ৮) ন্যায়সংহিতা নিয়ে রাজ্যের আপত্তি তুলে ধরা হবে বৈঠকে। ৯) রাজ্যগুলির হাতে ফের মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা ফিরিয়ে দেওয়া ও ইঞ্জিনিয়ারিংয়ের অভিন্ন প্রবেশিকা নিয়ে ফের সরব। ১০) ১০০ দিনের গ্রামীণ প্রকল্প, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-সহ যে যে প্রকল্পগুলিতে কেন্দ্র টাকা বন্ধ করে রেখেছে তা নিয়ে শেষ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার পর কেন্দ্র- রাজ্য সচিব স্তরে বৈঠকের পর ও এখনও কোনও ইতিবাচক সাড়া নেই কেন্দ্রের। তা নিয়েও সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১১) রাজ্যের আপত্তি খারিজ করেই ভারত বাংলাদেশ গঙ্গা জলবন্টন চুক্তি কেন? এক্ষেত্রে ফের তিস্তা জল বন্টন চুক্তি নিয়ে রাজ্যের কী কী আপত্তি রয়েছে তা নিয়েও বিস্তারিত রিপোর্ট আকারে সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১২) উত্তরবঙ্গের পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বিশেষ ক্ষতিপূরণের দাবি। আরও পড়ুন: বৃষ্টির জল পড়েছে গায়ে? সাবধান, এই ভুল করলেই দফারফা ত্বকের, মুঠো মুঠো পড়বে চুল! এই টিপস মানলেই ঝকঝকে ত্বক, চুল ঝরবে না নবান্ন সূত্রে খবর নীতি আয়োগের বৈঠকে এই বিষয়গুলি তুলে ধরার পাশাপাশি এই প্রকল্পগুলি নিয়ে কত টাকা কেন্দ্র থেকে রাজ্য পায় তারও বিস্তারিত তথ্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে নীতি আয়োগ এর কাছে। পাশাপাশি কেন্দ্রীয় বাজেটে বাংলাকে কেন বঞ্চনা করা হলো তা নিয়েও সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.