NEWS

Malda News: পরিযায়ীদের ভিড়ে ঠাসা আদিনা, পরিসংখ্যান জানতে চলছে গণনা

পরিযায়ী পাখি মালদহ: পরিযায়ী পাখিদের ভিড় আদিনা ফরেস্টে। কত পাখি এসেছে এই বছর, কী কী প্রজাতির পাখি এসেছে? এই সমস্ত তথ্য তুলতে পাখি শুমারি শুরু হয়েছে আদিনা ফরেস্টে। পাখি গণনার আগেই বন দফতরের কর্তাদের অনুমান, গত কয়েক বছরের তুলনায় এই বছর পরিযায়ী পাখির সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। মূলত রাশিয়া, অস্ট্রেলিয়া থেকে পরিযায়ী পাখি মালদহের আদিনা ফরেস্টে এসে প্রজননের জন্য বাসা বাঁধে। এখানে ডিম ফুটে বাচ্চা বড় হলেই উড়ে চলে যায় নিজেদের বাসস্থানে। পাখি উড়ে যাওয়ার আগেই গণনা প্রক্রিয়া শেষ করবে ফরেস্ট কর্তৃপক্ষ। আদিনা ফরেস্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট শুভ পাল বলেন, “মূলত রাশিয়া অস্ট্রেলিয়া থেকে পরিযায়ী পাখি আসে। এই বছরও অনেক পাখি এসেছে। আমরা গণনার কাজ শুরু করেছি। কি কি প্রজাতির পাখি এসেছে? এই সমস্ত তথ্য তোলা হচ্ছে। মূলত জঙ্গলে গাছ চিহ্নিত করে সেই গাছে বাসা গোনা হয়। একটি বাসায় গড়ে তিনটি করে পাখির হিসেব করা হয়। গত বছর আদিনা ফরেস্টে প্রায় সাড়ে নয় হাজার পাখি এসেছিল। তবে এই বছর পাখির সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।” আরও পড়ুন: লক্ষ্মীপুজোয় রেহাই নেই! বুধবারেই নাকি… কবে আসছে বৃষ্টি? উত্তরের কোন কোন জেলায় দুর্যোগের ইঙ্গিত? জেনে নিন গড় পরিসংখ্যান অনুযায়ী খাতা বন্দি করা হচ্ছে বর্তমান পাখিদের বাসস্থান ও প্রজননের সংখ্যা। আদিনা ফরেস্টের সুপারভাইজার ইন্দ্রজিৎ দাস বলেন, “প্রথমে গাছ চিহ্নিত করা হয়। গাছে কতগুলো বাসা আছে সেগুলো আমরা গুনি। এক একটি বাসায় গড়ে তিনটি করে পাখি ধরা হয়। এই হিসেবেই কয়েক দফায় গোটা জঙ্গলজুড়ে পাখির গণনা করা হয়।” আরও পড়ুন: অশুভ শক্তির বিনাশে আতসবাজির বারণ বধ! আলোর রোশনাই ভরে উঠল চারিদিকে পরিযায়ী পাখিদের টানে প্রতিবছর আদিনা ফরেস্টে এই সময় প্রচুর পর্যটকেরা ভিড় করেন। এবছর পাখি বেশি আসায় পর্যটকেরও খুশি। পাশাপাশি বন বিভাগের পক্ষ থেকে পাখির তথ্য তুলতেই চলছে গণনার কাজ। হরষিত সিংহ None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.