NEWS

অটোমেটিক না কি ম্যানুয়াল? মহিলাদের জন্য কোন গাড়ি সুবিধাজনক? জেনে নিন

কলকাতা : ভারতে মহিলা চালকের সংখ্যা দিন দিন বাড়ছে। তাঁরা সংসারের পাশাপাশি দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিংও সামলান। কিন্তু প্রশ্ন হল, কোন গাড়ি মহিলারা সহজে চালাতে পারেন – অটোমেটিক না কি ম্যানুয়াল? দু’ধরনের গাড়িরই নিজস্ব সুবিধা-অসুবিধা রয়েছে। তবে মহিলারা কোনটা বেছে নেবেন, তা তাঁদের ড্রাইভিং চাহিদা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করবে। আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে, মহিলাদের মধ্যে অটোমেটিক গাড়ির জনপ্রিয়তা বেশি। বিশেষ করে শহরে। এর কিছু কারণ রয়েছে। আরও পড়ুন- দীপিকা পাড়ুকোন-ধোনির কি সত্যি সম্পর্ক ছিল? আসল সত্যিটা শুনুন, অনেকে জানেন না শহরে ট্র্যাফিক বেশি। ঘনঘন গিয়ার এবং ক্লাচ বদলাতে হয়। ফলে শহরে অটোমেটিক গাড়ি চালানো মহিলাদের জন্য অপেক্ষাকৃত সুবিধাজনক। শুধু অ্যাক্সিলেটর এবং ব্রেকের দিকেই মন দিতে হয়। সময় বাঁচে। বেশি পরিশ্রমও করতে হয় না। এই কারণেই শহুরে মহিলারা অটোমেটিক গাড়িই বেছে নিচ্ছেন। ম্যানুয়াল গাড়ি চালককে নিয়ন্ত্রণ করতে হয়। গিয়ার, ক্লাচ থেকে শুরু করে সবকিছু। দীর্ঘ দূরত্বের জন্য ম্যানুয়াল গাড়ির কোনও বিকল্প নেই। তাছাড়া অটোমেটিক গাড়ির তুলনায় এর মাইলেজও বেশি। খরচ কম হয়। তবে ট্র্যাফিকের মধ্যে ঘনঘন ক্লাচের ব্যবহারের কারণে শহুরে এলাকায় ম্যানুয়াল গাড়ি চালানো কিছুটা কঠিন। এখন কোনও মহিলা যদি যানজটপূর্ণ এলাকায় গাড়ি চালান, তাহলে তাঁর জন্য অটোমেটিক গাড়িই আদর্শ। গাড়িতেই তিনি পর্যাপ্ত বিশ্রাম পাবেন। ক্লান্ত হবেন না। আর যদি গাড়িকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখতে চান, দীর্ঘ পথ যেতে হয়, তাহলে ম্যানুয়াল গাড়ির বিকল্প নেই। আরও পড়ুন- ৫ তারকা বিদেশীকে বাদ দিচ্ছে কেকেআর! তালিকায় একের পর এক চমকে ওঠা নাম ইদানীং অনেক গাড়ি কোম্পানিই সস্তায় অটোমেটিক গাড়ি নিয়ে এসেছে। মহিলাদের জন্য সত্যিই সুবিধাজনক। এতে রয়েছে উন্নত সব ফিচার। নিরাপত্তা বৈশিষ্টকেও জোরদার করা হয়েছে। সব মিলিয়ে এই সময়কে অটোমেটিক গাড়ির যুগ বলাই যায়। কিন্তু পছন্দটা একান্তই চালকের উপর নির্ভর করে। চালকের চাহিদা, বাজেট এবং ড্রাইভিংয়ের ধরন অনুযায়ী ঠিক করতে হবে তিনি ম্যানুয়াল গাড়ি নেবেন না কি অটোমেটিক গাড়ি। দুটোরই যেহেতু নিজস্ব সুবিধা, অসুবিধা রয়েছে তাই ব্যক্তিগত পছন্দের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে চালককে। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.