TECHNOLOGY

BSNL 5G Service: BSNL 4G-র জন্য অপেক্ষা করছেন? কবে চালু 5G পরিষেবা? রইল লেটেস্ট আপডেট

Follow Us কবে চালু 5G পরিষেবা? রইল লেটেস্ট আপডেট BSNL 5G Service: আপনিও কী সকলের মত সরকারি সংস্থা BSNL 4G-র জন্য অপেক্ষা করছেন? তাহলে আজ আপনার জন্য রইল এক বড়সড় আপডেট। BSNL ইউজারর খুব শীঘ্রই 5G পরিষেবা উপহার পেতে চলেছেন। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ভারত সঞ্চার নিগম লিমিটেডের 5G পরিষেবা চালু করার তারিখ সম্পর্কে একটি বড় আপডেট সামনে এনেছেন। ১৪ অক্টোবর সোমবার একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে বিএসএনএল 5G পরিষেবার প্রস্তুতি প্রায় শেষের পথে। সরকারি টেলিকম সংস্থা তার নেটওয়ার্ক আপগ্রেড করতে সারা দেশজুড়ে হাজার হাজার মোবাইল টাওয়ার বসানোর কাজ করছে। রকেট গতিতে মিলবে ইন্টারনেট পরিষেবা, দিওয়ালি অফারে পান 6500 GB ডেটা, ফ্রি কল, OTT সাবস্ক্রিপশন 5G পরিষেবা শীঘ্রই শুরু হবে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন যে কোম্পানি আগামী বছরের জুনের মধ্যে 5G নেটওয়ার্ক চালু করতে পারে BSNL। তিনি ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম ITUWTSA-তে বলেন, যে ভারত 4G-তে বিশ্বকে অনুসরণ করেছে, 5G-তে বিশ্বের সঙ্গে পরিচিত হচ্ছে এবং 6G প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দেবে৷ সিন্ধিয়া আরও বলেছেন, আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে আমাদের এক লাখ টাওয়ার বসানোর পরিকল্পনা রয়েছে। লেটেস্ট ফিচার্স ,পাওয়ারফুল ব্যাটারি, এই 5G স্মার্টফোনগুলির উপর রয়েছে বিরাট অফার! Sh @JM_Scindia Ji sharing his thoughts on "Harnessing Digital Connectivity: Transforming U.S.-India Supply Chains through Advanced Telecommunications at USISPF Annual India Leadership Summit মৃত্যুর পর লক্ষ লক্ষ নতুন ফলোয়ার রতন টাটার, কোন দুটি ইন্সটা অ্যাকাউন্ট ফলো করতেন প্রয়াত শিল্পপতি? তিনি আরও বলেন, “আমরা আমাদের নিজস্ব 4G নেটওয়ার্ক চালু করতে চলেছি। ২০২৫ সালের জুনের মধ্যে 5G-তে তা আপগ্রেডেড হয়ে যাবে৷'' সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল সি-ডট এবং দেশীয় আইটি সংস্থা টিসিএস-এর সহযোগিতায় তৈরি 4G প্রযুক্তি ব্যবহার করছে৷ BSNL 4G/5G পরিষেবার জন্য এক লক্ষ নতুন টাওয়ার ইনস্টল করার পরিকল্পনা করেছে, যার মধ্যে 75 হাজার টাওয়ার এই বছরের শেষ নাগাদ বসানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। এবারের বাজেটে কেন্দ্রীয় সরকার সরকারি টেলিকম সংস্থা বিএসএনএলকে পুনরুজ্জীবিত করতে হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.