EXPLAINED

Physics Nobel: পদার্থবিদ্যায় নোবেল, দুই বিজ্ঞানী কেন পাচ্ছেন পুরস্কার?

Follow Us Nobel Prize in physics: জন জে হপফিল্ড ও জিওফ্রে ই হিন্টন। (এক্স@নোবেলপ্রাইজ) Nobel Prize in physics: এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন মার্কিন বিজ্ঞানী জন হোপফিল্ড ও কানাডার বিজ্ঞানী জিওফ্রে হিন্টন। মেশিন লার্নিং প্রযুক্তির সাহায্যে আর্টিফিশিয়াল নিউরন নেটওয়ার্ক ডিজাইন করে তাঁরা এই পুরস্কার পেলেন। মঙ্গলবার বিকেলে পৌনে চারটে নাগাদ সুইডিশ নোবেল একাডেমি পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। হোপফিল্ড বর্তমানে আমেরিকার প্রিন্সটন ইনস্টিটিউটের অধ্যাপক। আর হিন্টন কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। এর মধ্যে জন হপফিল্ড নিউরাল নেটওয়ার্কের এমন কাঠামো তৈরি করেছেন, যা তথ্য জমা রাখার পাশাপাশি আবার তথ্যের পুনর্গঠনও করতে পারে। আর, হিন্টন নিউরাল নেটওয়ার্ক তৈরির এক বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছেন। এই পদ্ধতি, বিভিন্ন ডাটার ভেতর নির্দিষ্ট বৈশিষ্ট্যের ডাটা খুঁজে বের করতে সাহায্য করবে। মোটের ওপর দুই বিজ্ঞানীই কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ও কৃত্রিম বুদ্ধিমত্তায় অবদান রাখলেন। BREAKING NEWS The Royal Swedish Academy of Sciences has decided to award the 2024 #NobelPrize in Physics to John J. Hopfield and Geoffrey E. Hinton “for foundational discoveries and inventions that enable machine learning with artificial neural networks.” pic.twitter.com/94LT8opG79 কী পাবেন বিজ্ঞানীর? নোবেলজয়ী বিজ্ঞানীরা প্রত্যেকে একটি করে নোবেলের মেডেল, একটি সার্টিফিকেট পাবেন। পাশাপাশি, ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনা বা প্রায় ১০ লক্ষ ৬৭ হাজার মার্কিন ডলার পাবেন । যা দুই নোবেলজয়ীর মধ্যে ভাগ করে দেওয়া হবে। Congrats @geoffreyhinton on the Nobel Prize in Physics! You are a role model not only for your work but also for your curiosity and kindness. Full interview we did earlier this year in the 🧵. pic.twitter.com/85uEkCN102 গতবার কারা জিতেছিলেন? ২০২৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন ফরাসি-মার্কিন বিজ্ঞানী পিয়েরে অগাস্তিনি, হাঙ্গেরিয়ান বিজ্ঞানী ফ্রেংক ক্রাউজ ও ফরাসি-সুইডিশ বিজ্ঞানী অ্যান লুইলিয়ে। তাঁরা পরমাণুর মধ্যে থাকা স্পিনিং ইলেক্ট্রনের সুপারফাস্ট জগতে সেকেন্ডের বিভাজনের হদিশ দিয়ে ওই পুরস্কার পেয়েছিলেন। তাঁদের আবিষ্কার একদিন আরও ভালো ইলেকট্রনিক্স এবং মস্তিষ্ক-সহ অন্যান্য রোগ নির্ণয়ের দিকে নিয়ে যাবে, এই আশাতেই পুরস্কার দেওয়া হয়েছিল ওই তিন বিজ্ঞানীকে। The 2024 Nobel Prize in Physics has been awarded to Geoffrey Hinton and John Hopfield for machine learning with artificial neural networks pic.twitter.com/0XZ8I7Mqmx আরও পড়ুন- পর্যটনে ধাক্কায় ফিরল জ্ঞান! ভারতীয়দের মালদ্বীপে আমন্ত্রণ মুইজ্জুর পদার্থবিজ্ঞানে নোবেল পদার্থবিদ্যার পুরস্কারটি পুরস্কারের স্রষ্টা, সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের একটি উইল থেকে দেওয়া হয়। মোট ১১৭ বার এই পুরস্কার দেওয়া হয়েছে। এবারের পুরস্কারপ্রাপক দুই বিজ্ঞানীকে ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.