EXPLAINED

8th Pay Commission: ফের বাড়ছে বেতন? ৮ম পে কমিশন নিয়ে উদ্যম কেন্দ্রর

Follow Us 8th Pay Commission: সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীরাও পেনশন বৃদ্ধির সুফল পান। (ছবি- টুইটার) 8th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর। ফের বাড়তে পারে বেতন এবং পেনশন। কারণ, কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন কার্যকর করতে পারে। এই কমিশন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী তার সুবিধা পাবেন। তবে, সরকার এখনও আনুষ্ঠানিকভাবে অষ্টম বেতন কমিশন কার্যকর করার ব্যাপারটি নিশ্চিত করেনি। তবে, অল ইন্ডিয়া রেলওয়ে মেনস ফেডারেশনের সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র ভবিষ্যদ্বাণী করেছেন যে মোদী সরকার ২০২৬ সালের জানুয়ারিতে গিয়ে অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়িত করবে। কারণ, সরকার প্রত্যেক ১০ বছর অন্তর নতুন বেতন কমিশনের সুপারিশ কার্যকর করে। এর আগে সপ্তম বেতন কমিশনের সুপারিশ ২০১৬ সালের ১ জানুয়ারি কার্যকর হয়েছিল। সেই হিসেবে অষ্টম বেতন কমিশনের সুপারিশ ২০২৬ সালের ১ জানুয়ারি কার্যকর হওয়ার কথা। আরও পড়ুন- শান্তি ভুলেছে মণিপুর, 'বন্দুকের আওয়াজটাই স্বাভাবিক' তবে, বেতন কমিশন নিয়ে সরকার এবং কর্মচারীদের বিরোধের নিষ্পত্তি এখনও হয়নি। সপ্তম বেতন কমিশনে র ক্ষেত্রে কর্মচারী ইউনিয়নগুলো ৩.৬৮ ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করেছিল। কিন্তু, সরকার ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ন্যূনতম মূল বেতন ষষ্ঠ বেতন কমিশনে ছিল ৭,০০০ টাকা। সেটাই সপ্তম বেতন কমিশনে বেড়ে প্রতিমাসে ১৮,০০০ টাকা হয়েছে। ন্যূনতম পেনশন ষষ্ঠ বেতন কমিশনে ছিল ৩,৫০০ টাকা। সেটাই সপ্তম বেতন কমিশনে বেড়ে হয় ৯,০০০ টাকা। তবে, বেতন কমিশন নিয়ে সরকার এবং কর্মচারীদের বিরোধের নিষ্পত্তি এখনও হয়নি। সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে কর্মচারী ইউনিয়নগুলো ৩.৬৮ ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করেছিল। কিন্তু, সরকার ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ন্যূনতম মূল বেতন ষষ্ঠ বেতন কমিশনে ছিল ৭,০০০ টাকা। সেটাই সপ্তম বেতন কমিশনে বেড়ে প্রতিমাসে ১৮,০০০ টাকা হয়েছে। ন্যূনতম পেনশন ষষ্ঠ বেতন কমিশনে ছিল ৩,৫০০ টাকা। সেটাই সপ্তম বেতন কমিশনে বেড়ে হয় ৯,০০০ টাকা। সর্বোচ্চ বেতন বেড়ে হয়েছে ২,৫০,০০০ টাকা। সর্বোচ্চ পেনশন বেড়ে হয়েছে ১,২৫,০০০ টাকা। কিছু রিপোর্ট অনুযায়ী, অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর হতে চলেছে ১.৯২। তবে, সরকার এখনও বিষয়টি নিশ্চিত করেনি।

ন্যূনতম মূল বেতন ষষ্ঠ বেতন কমিশনে ছিল ৭,০০০ টাকা। মূল বেতন সপ্তম বেতন কমিশনে বেড়ে প্রতিমাসে ১৮,০০০ টাকা হয়েছে।
ন্যূনতম পেনশন ষষ্ঠ বেতন কমিশনে ছিল ৩,৫০০ টাকা। পেনশন সেটাই সপ্তম বেতন কমিশনে বেড়ে হয় ৯,০০০ টাকা।

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.