Follow Us কীভাবে জানবেন আপনার সিলিন্ডারে কোন লিকেজ আছে কি না? Photograph: (ফাইল ছবি) Gas Cylinder Leakage: সিলিন্ডার থেকে গ্যাস লিক হলে মুহূর্তেই ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। কাজেই আপনার বাড়ির গ্যাস সিলিন্ডার লিক করছে কিনা তা মাঝে মধ্যেই দেখে নেওয়াটা জরুরি। কীভাবে জানবেন আপনার সিলিন্ডারে কোন লিকেজ আছে কি না? সিলিন্ডার থেকে গ্যাস লিক হলে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। আপনার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হচ্ছে নাকি তা সময়ে সময়ে দেখাটা জরুরি ? আসুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক কীভাবে আপনি গ্যাস লিকেজ পরীক্ষা করবেন? একটা সময় ছিল যখন মানুষ বাড়িতে মাটির তৈরি উনুনে খাবার রান্না করা করত। কিন্তু এখন এমন কোনো বাড়ি নেই যেখানে রান্নার কাজে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়না। গ্যাস সিলিন্ডার ব্যবহার করার সময় আপনাকে অনেক কিছু বিষয় মাথায় রাখতে হবে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি সময়ে সময়ে পরীক্ষা করে দেখুন সিলিন্ডার থেকে গ্যাস লিক হচ্ছে কিনা। কারণ সিলিন্ডারে গ্যাস লিক হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আপনি আপনার বাড়িতে নিজেই এটি পরীক্ষা করতে পারেন। আপনি যখন এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন। তার আগে আপনাকে দেখে নিতে হবে তা সঠিকভাবে কাজ করছে কিনা। এতে গ্যাস লিকেজের কোনো সমস্যা নেই তো? কারণ গ্যাস লিক হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। পাশাপাশি পুরানো সিলিন্ডার সরিয়ে নতুন সিলিন্ডার বসানোর সময় প্রথমেই দেখে নেওয়া দরকার গ্যাস লিক হচ্ছে কি না। এর জন্য, গ্যাস সিলিন্ডারের ঢাকনা অপসারণের পরে, আপনি গ্যাস রেগুলেটর ইনস্টল করুন। রেগুলেটর ইনস্টল করার আগে কয়েক ফোঁটা জল হাতে নিয়ে ওই স্থানে দিন । যদি সেখান থেকে বুদবুদ ওঠে বুঝতে হবে গ্যাস লিক হচ্ছে। যদি এমন কোন কিছু ঘটনা না ঘটে তবে বুঝতে হবে সিলিন্ডারে গ্যাস লিক হওয়ার কোনো সমস্যা নেই। অনেকে সিলিন্ডারে গ্যাস লিক হয়েছে কিনা তা পরীক্ষা না করেই গ্যাস ব্যবহার করেন। যার কারণে ব্যবহারের সময় গ্যাসের গন্ধ বেরোলে বোঝা যায় গ্যাস লিক হচ্ছে। এমন পরিস্থিতিতে আপনাকে খুব সাবধানে কাজ করতে হবে অন্যথায় বিরাট দুর্ঘটনা ঘটতে পারে। গ্যাস লিক হলে প্রথমেই খেয়াল রাখতে হবে সিলিন্ডার ও গ্যাসের ওভেনে কাছে যেন কোনো ধরনের আগুন না লাগে। রান্না ঘরে দেশলাই বা লাইটার জ্বালাবেন না। ঘরের দরজা-জানালা খুলে রেগুলেটর বন্ধ করে দিন। এর পরে আপনি আপনার গ্যাস ডেলিভারি এজেন্সির সাথে যোগাযোগ করুন। সিলিন্ডার বদলে ফেলুন। None
Popular Tags:
Share This Post:

2025 Honda SP 125: প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে দুর্দান্ত ফিচার, বাজার কাঁপিয়ে লঞ্চ Honda SP 125- 2025
December 23, 2024
Cheapest 5G Smartphone: বড়দিনের বিরাট অফার! মাত্র ২৯৯ টাকায় কিনুন লেটেস্ট এই 5G স্মার্টফোন
December 23, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 21, 2024
-
- December 21, 2024
-
- December 21, 2024