TECHNOLOGY

Best phones under 15,000: সস্তায় সেরা পারফরমেন্স! ১৫ হাজার বাজেটে বছরের সেরা স্মার্টফোন কোনটি?

Follow Us সস্তায় সেরা পারফরমেন্স! ১৫ হাজার বাজেটে বছরের সেরা স্মার্টফোন কোনটি? Photograph: (ফাইল চিত্র) Best phones under 15,000 : সস্তায় সেরা পারফরমেন্সের 5G স্মার্টফোনের সন্ধান করছেন? তাহলে আজকের এই প্রতিবেদনে জেনে নিন ১৫ হাজার টাকা বাজেটে ২০২৪-এর সেরা 5G স্মার্টফোনের তালিকা। আপনার বাজেট কী ১৫ হাজার টাকা? এর বাজেটের মধ্যে সেরা 5G স্মার্টফোন কেনার প্ল্যানিং করছেন? কিন্তু কনফিউড কোন মডেলটি কিনবেন? এখন আর চিন্তার কোন প্রয়োজন নেই। আজকের এই প্রতিবেদনে এমন কিছু স্মার্টফোনের সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যেগুলি আপনি পেয়ে যাবেন ১৫ হাজার বাজেটেই। তালিকায় রয়েছে Poco, থেকে Realme সহ অনেক কোম্পানির ফোন । Poco M7 Pro Poco-এর এই স্মার্টফোনটিতে রয়েছে একটি 6.67-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে দিয়ে। যাতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং 2,100 nits পিক ব্রাইটনেস। সুরক্ষার জন্য পাবেন কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনশন 7025 আল্ট্রা চিপসেট। এই ফোনটি Android 14-বেসড Poco-এর HyperOS-এ রান করে। পাশাপাশি Poco M7 Pro তে রয়েছে একটি 50MP Sony Lytia LYT-600 প্রাইমারি সেন্সর এবং একটি 2MP ম্যাক্রো সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে 20MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে রয়েছে 5,110mAh ব্যাটারি রয়েছে এতে রয়েছে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট। Lava Blaze Duo লাভা ব্লেজ ডুও'তে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.67-ইঞ্চি ফুল HD+ 3D কার্ভড AMOLED ডিসপ্লে। Blaze Duo 5G-তে MediaTek Dimensity 7025 প্রসেসর। ফোনটিতে 8GB পর্যন্ত LPDDR5 মেমরি এবং 128GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ রয়েছে। এই ফোনে রয়েছে 64MP প্রাইমারি শ্যুটার এবং 2MP ম্যাক্রো লেন্স। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে রয়েছে 16MP শ্যুটার। realme 14x Realme 14x-এ রয়েছে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.67-ইঞ্চি HD+ ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য,এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনশন 6300 প্রসেসর। ডিভাইসটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় - 6GB + 128GB এবং 8GB + 128GB। এটি Android 14 এ চলে। এতে একটি 50MP প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে। সামনে, সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 8MP ক্যামেরা রয়েছে। ফোনটিতে 45W চার্জিং সাপোর্ট সহ একটি 6,000 mAh ব্যাটারি রয়েছে। এটিতে জল এবং ধুলো বালি থেকে সুরক্ষার জন্য রয়েছে IP69 রেটিং । Vivo T3x 5G Vivo T3x এ মডেলে রয়েছে একটি 6.72-ইঞ্চি ফ্ল্যাট ফুল HD+ LCD ডিসপ্লে। যার রিফ্রেশ রেট 120Hz এবং সর্বোচ্চ উজ্জ্বলতা 1,000 nits। এতে রয়েছে Snapdragon 6 Gen 1 SoC। 44W ফাস্ট চার্জিং সহ একটি 6000mAh ব্যাটারি রয়েছে এই ফোনে । Android 14-বেসড FuntouchOS 14 এ রান করে এই ফোনটি। CMF Phone 1 CMF Phone 1 মডেলে রয়েছে MediaTek Dimension 7300 চিপসেট। CMF Phone 1 এর ডিজাইন বেশ আকর্ষণীয়। লুকের পাশাপাশি এই ফোনের স্পেসিফিকেশনও বেশ সুন্দর। এই ফোনে 6.67 ইঞ্চির এমোলেড ডিসপ্লে, ডায়মেনসিটি 7300 চিপসেট, virtual RAM সহ 16GB পর্যন্ত RAM, 50 মেগাপিক্সেল ক্যামেরার মতো বিভিন্ন ফিচার রয়েছে। ই ফোনে 2 বছর ওএস আপডেট এবং 3 বছর সিকিউরিটি আপডেট দিচ্ছে সংস্থা। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.