Follow Us প্রতি মাসে 300 Mbps স্পীডে পান 5000GB ডেটা, OTT অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন Photograph: (ফাইল ছবি) BSNL Data Plan: প্র তি মাসে 5000GB ডেটা এবং OTT অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন! রিচার্জে আলোড়ন ফেলল BSNL BSNL তার একটি প্ল্যানে 300 Mbps স্পীড 5TB ডেটা অফার করছে। পাশাপাশি অনেক OTT প্ল্যাটফর্মের বিনামূল্যে সাবস্ক্রিপশন এবং আনলিমিটেড কলিংয়ের মতো সুবিধাও এই প্ল্যানে পাওয়া যায়। আজকের দুনিয়ায় ইন্টারনেট ডেটার প্রয়োজনীয়তা অনেকগুণে বেড়েছে। অফিসের কাজ থেকে শুরু করে অনলাইন ক্লাস সব কিছুতেই ইন্টারনেট ডেটা প্রয়োজনীয় হয়ে পড়েছে। বেসরকারি কোম্পানিগুলো গত কয়েক মাসে তাদের মোবাইল ইন্টারনেট প্ল্যানের রেট বাড়িয়েছে, যার কারণে সমস্যায় পড়েছেন লক্ষ লক্ষ ইউজার। দামি রিচার্জের ঝামেলা থেকে ইউজারদের স্বস্তি দিতে BSNL নিয়ে এসেছে একের পর এক সস্তার প্ল্যান। এখন কম দামে ব্রডব্যান্ড প্ল্যান এনে চমকে দিয়েছে BSNL BSNL-এর এই ব্রডব্যান্ড প্ল্যানে ব্যবহারকারীরা প্রতি মাসে 5TB অর্থাৎ 5000GB ইন্টারনেট ডেটা পান। আপনি যদি প্রতিদিন 150GB ডেটা ব্যবহার করেন তাহলেও আপনি এই প্ল্যানে উপলব্ধ ডেটা শেষ করতে পারবেন না। এই প্ল্যানে ইউজাররা পাবেন 300 এমবিপিএস 'ঝড়ের গতি'। 5000GB ডেটা শেষ হওয়ার পরেও, আপনি যদি ডেটা ব্যবহার করতে চান তবে, কোম্পানি আপনাকে 30 Mbps স্পীডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই প্ল্যানে ডেটা এবং ডেটা স্পিড নিয়ে চিন্তার কোন দরকার নেই। এর জন্য ব্যবহারকারীদের প্রতি মাসে 2,799 টাকা দিতে হবে। সীমাহীন ডেটা ছাড়াও, এই প্ল্যানে, ব্যবহারকারীরা আনলিমিটেড কলিং এবং অনেক OTT অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন পান। এই প্ল্যানে, BSNL Disney + Hotstar, Lions Gate, Shemaru Me, Shemaru, Voot App, Hungama, Zee5 প্রিমিয়াম, SonyLIV প্রিমিয়াম এবং YuppTV-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন দিচ্ছে। আপনি যদি BSNL-এর একটি সস্তা প্ল্যান নিতে চান তবে ফাইবার এন্ট্রি ব্রডব্যান্ড প্ল্যানও একটি দুর্দান্ত অপশন। এতে প্রতি মাসে 20 Mbps স্পীডে 1000GB ডেটা পাওয়া যাচ্ছে। এতে আপনি আনলিমিটেড ডেটা ডাউনলোড এবং ফ্রি ভয়েস কলিংয়ের সুবিধাও পাবেন। এই প্ল্যানের দাম 329 টাকা। None
Popular Tags:
Share This Post:

2025 Honda SP 125: প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে দুর্দান্ত ফিচার, বাজার কাঁপিয়ে লঞ্চ Honda SP 125- 2025
December 23, 2024
Cheapest 5G Smartphone: বড়দিনের বিরাট অফার! মাত্র ২৯৯ টাকায় কিনুন লেটেস্ট এই 5G স্মার্টফোন
December 23, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 21, 2024
-
- December 21, 2024
-
- December 21, 2024