Follow Us গত বছরের পর আবারও! বিপূল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল Google Photograph: (ফাইল ছবি) Google Layoffs: গুগলে ছাঁটাই! ১০ শতাংশ কর্মচারীর ছাঁটাইয়ের ঘোষণা করলেন সিইও সুন্দর পিচাই। চাকরি যেতে চলেছে গুগলে কর্মরত ১০ শতাংশ কর্মচারীর। গুগলের সিইও সুন্দর পিচাই কোম্পানির ১০ শতাংশ কর্মী ছাঁটাই করার ঘোষণা করেছেন। পিচাই জানিয়েছেন, কেন কোম্পানি ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে । এর আগে, ২০২৩ সালের জানুয়ারিতে গুগল ৬ শতাংশ অর্থাৎ ১২,০০০ কর্মী ছাঁটাই করেছিল। এবার কোম্পানি ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে। জানা গিয়েছে গুগলের বিভিন্ন দফতরে কর্মরত পরিচালক বা ম্যানেজারদের মধ্যে ১০ শতাংশ কর্মীকে ছাঁটাই করেছে গুগল। শুধুই ম্যানেজার নয়, চাকরি গিয়েছে ডিরেক্টর ও ভাইস প্রেসিডেন্ট পদের কর্মীদেরও। সংস্থার অন্দরে পরিবর্তন আনতেই এই সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট গুগল। সার্চ ইঞ্জিনের দৌড়ে বরাবরই এগিয়ে গুগল। তবে AI-এর দাপটে চ্যাট জিপিটির নির্মাতা ওপেন এআইতেও একাংশের মানুষ ভরসা রাখতে শুরু করেছেন। গুগলের পরিবর্তে চ্যাট জিপিটিতে সার্চ বা যে কোনও উত্তর পেতে বেশি ভরসা করছেন মানুষ। ফলে চিন্তা বেড়েছে গুগলেরও। এমন পরিস্থিতিতে সংস্থার অন্দরে কিছু বিশেষ পরিবর্তন আনতে বদলে ছাঁটাইয়ের পথে এগোচ্ছে গুগল। গুগল জানিয়েছে যে গত কয়েক বছরে তারা অনেক বড় পরিবর্তন করেছে। এখন কিছু পদ বাদ দেবে প্রতিষ্ঠানটি। এসব পদের মধ্যে রয়েছে ম্যানেজার, ডিরেক্টর ও ভাইস প্রেসিডেন্ট। None
Popular Tags:
Share This Post:

2025 Honda SP 125: প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে দুর্দান্ত ফিচার, বাজার কাঁপিয়ে লঞ্চ Honda SP 125- 2025
December 23, 2024
Cheapest 5G Smartphone: বড়দিনের বিরাট অফার! মাত্র ২৯৯ টাকায় কিনুন লেটেস্ট এই 5G স্মার্টফোন
December 23, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 21, 2024
-
- December 21, 2024
-
- December 21, 2024