WEST-BENGAL

Kolkata Metro: মেট্রোযাত্রীরা এখবর আগেভাগে জেনে নিন! নয়তো ১ অগাস্ট থেকেই ঘোর সমস্যায় পড়তে পারেন!

Metro Railway Kolkata: কলকাতা মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য বিরাট খবর। এবার থেকে কলকাতার তিনটি মেট্রো স্টেশনে থাকবে না কোনও টিকিট কাউন্টার। মেট্রোরেলের তরফে জানানো হয়েছে এটি একটি পাইলট প্রকল্প হিসেবে আগামী ১ আগস্ট বৃহস্পতিবার থেকে মেট্রো রেলের পার্পল লাইনে তারাতলা এবং সখের বাজার মেট্রো স্টেশন এবং অরেঞ্জ লাইনের কবি সুকান্ত স্টেশন বুকিং কাউন্টার বিহীন স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। মেট্রোরেলের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তারাতলা স্টেশনে দৈনিক গড় যাত্রী হয় মাত্র ৭০ জন। যেখানে গড়ে ২২০ জন যাত্রী প্রত্যহ কবি সুকান্ত মেট্রো স্টেশন ব্যবহার করেন। সখেরবাজারে এই সংখ্যা মাত্র ৫৫ জন। যেহেতু উল্লিখিত তিনটি স্টেশনে যাত্রী সংখ্যা খুবই কম হচ্ছে তাই মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ আগামী ০১/০৮/২০২৪ তারিখ থেকে এই তিনটি স্টেশনকে “বুকিং কাউন্টার বিহীন স্টেশন” হিসাবে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে। এই স্টেশনগুলিতে ওই দিন থেকে টোকেন, নতুন স্মার্ট কার্ড (Smart Card) বিক্রি বা স্মার্ট কার্ড রিচার্জ (Smart Card Recharge) করার জন্য কোনও বুকিং কাউন্টার খোলা থাকবে না এবং কোনও বুকিং কর্মীও উপস্থিত থাকবেন না। পরিবর্তে, যাত্রীদের স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (ASCRM) থেকে টোকেন, স্মার্ট কার্ড, কাগজের QR কোড-ভিত্তিক টিকিট কিনতে হবে । তাঁরা এই মেশিনগুলি থেকে তাঁদের স্মার্ট কার্ডও রিচার্জ করতে পারবেন। আরও পড়ুন- Ilish: বাড়ছে জোগান, এবছর কোথায় নামতে পারে ইলিশের দাম? শুনেই লাফাবে ভোজনরসিক বাঙালি! এজন্য, এসব স্টেশনে ইতিমধ্যে ASCRM মেশিন বসানো হয়েছে। এই তিনটি স্টেশনের প্রতিটিতে যাত্রীদের সুবিধার জন্য দুটি করে ASCRM মেশিন বসানো হয়েছে। উল্লেখ্য, এই ASCRM মেশিনগুলি কলকাতা মেট্রোতে ভ্রমণের অভিজ্ঞতা আরও মনোরম করতে চলেছে। যাত্রীরা ASCRM -এ UPI পেমেন্ট ভিত্তিক টিকিটিং ব্যবস্থাও বেছে নিতে পারেন। আরও পড়ুন- Richest Distrcit in West Bengal: বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে ‘বড়লোক’ জেলা কোনটি? নাম জানলে তাজ্জব হবেনই! আশা করা হচ্ছে যে, মেট্রো ব্যবহারকারীরা নতুন এই ব্যবস্থাকে স্বাগত জানাবেন এবং সময়ের সাথে সাথে এটি জনপ্রিয় হয়ে উঠবে। আগামী ৬ মাস মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখবে এবং যাত্রীদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করবে। ৬ মাস পরে পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App . Web Title: Kolkata metro is going to introduce 3 no booking counter station None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.