WEST-BENGAL

Offbeat Destination: দার্জিলিঙের কাছেই মন্ত্রমুগ্ধকর এক প্রান্ত, অপরূপ এতল্লাট উত্তরবঙ্গের নয়া আবিষ্কার

Follow Us অপরূপ এই জায়গায় বেড়ানোর ষোলোআনা স্বাদ নিন। Offbeat Destination: পুজোর ছুটি ও বাঙালির বেড়ানো যেন সমর্থক। দশকের পর দশক ধরে পুজোর মরশুমে বাঙালির একটি অংশ বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। বেড়াতে যাওয়ার ক্ষেত্রে ভ্রমণপ্রিয় বাঙালির অন্যতম পছন্দের জায়গা উত্তরবঙ্গ। বাংলার এপ্রান্তের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে অপূর্ব সব এলাকা। যেসব এলাকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যের প্রেমে না পড়ে পারবেন না। তবে বেড়ানোর ক্ষেত্রে ইদানিং অনেকেই ভিড়-ভাট্টা এড়িয়ে একটু কোলাহলমুক্ত জায়গার খোঁজে থাকেন। বিশেষ এই প্রতিবেদনে উত্তরবঙ্গের এমনই একটি ফাটাফাটি অফবিট ডেস্টিনেশনের হদিশ মিলবে। ঘুরে আসুন মিরিকের টিংলিং পাহাড় থেকে। নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার পথেই চা বাগানের আঁকাবাঁকা পথ পেরিয়ে আপনি পৌঁছে যেতে পারবেন চা-বাগানে ঘেরা টিংলিং পাহাড়ে। এখানকার প্রাকৃতিক শোভা লেখনির মাধ্যমে প্রকাশ করা বেশ কঠিন। কয়েকদিনের ছুটিতে অসাধারণ এই তল্লাটের অনির্বচনীয় শোভা তারিয়ে তারিয়ে উপভোগ করার ষোলোআনা সুযোগ পাবেন। এখানে চা বাগান ঘিরে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য পাইন গাছের সারি। আরও পড়ুন- Fake Call: পিৎজা অর্ডার-গানের আবদার, কারও চাই বান্ধবী, আজব উৎপাতে 'চিৎপাত' সরকারি কর্মীরা! আরও পড়ুন- Durga Puja Carnival 2024: জমজমাট পুজো কার্নিভাল, আপ্লুত মুখ্যমন্ত্রী, বর্ণাঢ্য অনুষ্ঠানে ভেঙে পড়ল টলিপাড়া! আরও পড়ুন- Goaltore Incident: ঝোপের আড়ালে ছিল! দরজা খুলতেই দলা পাকিয়ে কিলবিল করে উঠল...তারপর? সুতরাং নিরিবিলিতে যাঁরা ছুটি কাটাতে চাইছেন তাঁদের জন্য এই তল্লাট একেবারে পারফেক্ট চয়েজ। দার্জিলিঙের কাছে মিরিকের এই এলাকাটি এখনও সব পর্যটকদের কাছেই বিশেষ পরিচিত নয়। তাই খুব বেশি পর্যটকের ভিড় এখানে হয় না। নিরিবিলিতে দিন কয়েক পাহাড়ি প্রান্তে থাকতে চাইলে একবার ঢুঁ মারতেই পারেন এতল্লাটে। অল্প কয়েকদিনের এই সফর বহু দিন পর্যন্ত আপনার মনের ডায়েরিতে সোনালী হরফে লেখা থাকবে। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.