WEST-BENGAL

Junior Doctor's Protest: কলকাতায় জোড়া কার্নিভাল, পুলিশে-পুলিশে ছয়লাপ রেড রোড-রানি রাসমণি অ্যাভিনিউ যেন 'যুদ্ধক্ষেত্র'

Follow Us ধর্মতলা চত্বরে কড়া পুলিশি প্রহরার বন্দোবস্ত। এক্সপ্রেস ফটো : শশী ঘোষ। Junior Doctor's Protest: কলকাতা শহরে আজ জোড়া কার্নিভাল। একদিকে কলকাতার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল আজ। অন্যদিকে রানি রাসমণি অ্যাভিনিউয়ে ডাক্তারদের দ্রোহের কার্নিভাল কর্মসূচি। যদিও আরজি কর কাণ্ডের প্রতিবাদ ও ১০ দফা দাবির পরিপ্রেক্ষিতে আন্দোলনকারী চিকিৎসকদের দ্রোহের কার্নিভাল কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ। তবে দ্রোহের কার্নিভাল পালনে আন্দোলনকারী চিকিৎসকরা অনড়। সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে সামিল হওয়ার বার্তা দিয়েছেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের দ্রোহের কার্নিভাল শীর্ষক কর্মসূচি প্রত্যাহারের আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। আজ রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল রয়েছে। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিরাও। এই পরিস্থিতিতে আজ দ্রোহের কার্নিভাল পালন করা হলে রাজ্য সম্পর্কে বহির্বিশ্বে 'ভুল' বার্তা যেতে পারে বলে আশঙ্কা সরকারের। চিকিৎসক সংগঠনগুলোকে এই কর্মসূচি প্রত্যাহারের আবেদন জানানো হলে পত্র-পাঠ তা ফিরিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। তবে অনড় মনোভাব নিয়েছে সরকারও, মঙ্গলবার বিকেল ৪টে থেকে দ্রোহের কার্নিভালের জমায়েত। তার আগেই রানি রাসমণি রোড এবং সংলগ্ন কিছু এলাকায় জারি করে দেওয়া হয়েছে ১৬৩ ধারা। ওই এলাকাগুলিতে কোনও রকম জমায়েত করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন পুলিশকর্মীরা। এলাকার রাস্তাগুলিতে ব্যারিকেড বসানো হয়েছে। নিরাপত্তার দায়িত্বে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। আরও পড়ুন- Droher Carnival: দ্রোহের কার্নিভ্যাল হবেই! যতই বাধা-বিপত্তি আসুক, সরকারকে হুঁশিয়ারি চিকিৎসক সংগঠনের আরও পড়ুন- Junior Doctors Protest: জমায়েতে নিষেধাজ্ঞা জারি পুলিশের, 'দ্রোহের কার্নিভ্যাল' নিয়ে অনিশ্চয়তা আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীরা এখবর এখনই পড়ুন, যাত্রীদের সুবিধার্থে আরও এক ফাটাফাটি উদ্যোগ! রেড রোড এবং রানি রাসমনি রোডের একটি করে লেন কংক্রিটের ব্যারিকেড দিয়ে আটকে ফেলা হয়েছে। নেতাজি মূর্তির একেবারে সামনেই বসেছে বিশাল মাপের ব্যারিকেড। সব মিলিয়ে মঙ্গলে জোড়া কার্নিভালের জেরে সরগরম শহর কলকাতা। প্রথম কার্নিভাল সরকারের নিজস্ব কর্মসূচি। দ্বিতীয়টি ১০ দফা দাবির ভিত্তিতে চিকিৎসক সমাজের একটি বড় অংশের সম্মিলিত প্রতিবাদ। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.