WEST-BENGAL

Crime News: ফের শ্লীলতাহানি, ভিনরাজ্যের যুবতীর নিশানায় রাজ্যের সিভিক ভলেন্টিয়ার

Follow Us ফের শ্লীলতাহানি, ভিনরাজ্যের যুবতীর নিশানায় রাজ্যের সিভিক ভলেন্টিয়ার Crime News: একদিকে যখন আর জি কর কাণ্ডে তরুণী চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজপথ। বিচারের দাবিতে সোচ্চার নাগরিক মঞ্চ থেকে চিকিৎসকসমাজ। ঠিক তহনই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন এক সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশ। ফের অভিযোগের তিরে সিভিক ভলান্টিয়ার, সঙ্গী ভিলেজ পুলিশ। অভিযোগ, মহিলাকে শ্লীলতাহানি করে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় এক লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে স্বরূপনগরে। এই ঘটনায় ধৃতদের বসিরহাট আদালতে পেশ করা হলে তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২১ অক্টোবর ফের ধৃতদের আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারক। 'আস্থা না থাকলে কিছুই অর্জন হতে পারে না', পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে সন্ত্রাসবাদকে চ্যালেঞ্জ ছুঁড়লেন জয়শঙ্কর উত্তর ২৪ পরগনার স্বরূপ নগরের স্বরূপ দাহ সীমান্তবর্তী এলাকা দিয়ে ব্যাঙ্গালুরু থেকে এক যুবতী তার বাবার সঙ্গে নিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল বলে অভিযোগ। সেই সময় ওই এলাকার এক কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার ও তার সঙ্গী এক ভিলেজ পুলিশ তাদের কাছে মোটা অংকের টাকা দাবি করে। সেই টাকা দিতে রাজি না হওয়ায় ওই যুবতীর কাছে থাকা নগদ ১০ হাজার টাকা, সোনার গহনা সহ মোট ৯৬ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এর পাশাপাশি দুজনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন মহিলা। তিনি আরও অভিযোগে জানিয়েছেন তাকে বাঁচাতে বৃদ্ধ বাবা এগিয়ে এলে অভিযুক্তরা তাকেও মারধর করেন। যুবতী ও তার বাবার অভিযোগের ভিত্তিতে স্বরূপনগর থানার পুলিশ এক সিভিক ভলেন্টিয়ার ও এক ভিলেজ পুলিশকে গ্রেফতার করে। তাদের আজ বসিরহাট আদালতে তোলা হয়। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.