WEST-BENGAL

WB Govt Initiative: স্বাস্থ্যে আগুনে বিদ্রোহের আবহেই শিক্ষায় বিরাট পদক্ষেপ রাজ্যের! কাল থেকেই শুরু প্রক্রিয়া

Follow Us মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। WB Govt Initiative: এবার রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের প্রক্রিয়া পুরোদমে শুরু হয়ে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের স্বার্থে সার্চ কমিটি তৈরি করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। বহু আবেদনকারীর মধ্যে ৫০০ জনকে বেছে নিয়েছে এই কমিটি। এই 'সেরা' পাঁচশোর মধ্যে থেকেই 'সেরার সেরা' ব্যক্তিকে ইন্টারভিউয়ে মাধ্যমে উপাচার্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। জানা গিয়েছে, আগামী ১৮ অক্টোবর থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে। এই পর্বে ইন্টারভিউ প্রক্রিয়া চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত। কালীপুজো ও ভাইফোঁটার জন্য দিন কয়েক এই প্রক্রিয়া স্থগিত থাকলেও ফের তা শুরু হবে আগামী ৬ নভেম্বর থেকে। দ্বিতীয় পর্বের সেই নিয়োগ প্রক্রিয়া চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। ইন্টারভিউয়ের মাধ্যমে এবার রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য দু'হাজারের বেশি আবেদনপত্র জমা পড়েছিল। সেই আবেদনপত্র গুলি খতিয়ে দেখার পর সেখান থেকেই বেছে নেওয়া হয়েছে কিছু নাম। সর্বোচ্চ আদালতের তৈরি করে দেওয়া সার্চ কমিটি সেই নামগুলি বেছে নিয়েছে। আরও পড়ুন- West Bengal Weather Update: ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে, আবারও ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস, তালিকায় কোন কোন জেলা? আরও পড়ুন- Lakshmi Puja 2024: দেবী লক্ষ্মীর এমন রূপ কোথাও নেই! মানত করে যা চাইবেন মেলে নাকি দ্বিগুণ! আরও পড়ুন- Lakshmi Puja 2024: অবাক কারণে এবছর লক্ষ্মী পুজো বন্ধ এই গ্রামে, বিশদে জানলে চমকে উঠবেন! মোটামুটি শ'পাঁচেক আবেদন মঞ্জুর করা হয়েছে। এই ৫০০ জন আবেদনকারীর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে আগামীকাল অর্থাৎ ১৮ অক্টোবর থেকে। উচ্চশিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এই ৫০০ জনের মধ্যে থেকেই সেরা ৩৬ জনকে বেছে নেওয়া হবে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য হিসেবে। আরও পড়ুন- Bypolls of six seats in West Bengal : ফের ভোট বাংলায়! আরজি কর ঝাঁঝে পুড়বে তৃণমূল? নাকি ঘুরে দাঁড়াবে বাম? None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.