ENTERTAINMENT

Kiran Dutta: 'বিয়ের চক্করে যে লোন নেব সেটা কি বাবার কিডনি বেচে...', এই শীতেও অবিবাহিত থাকার কারণ খোলসা করলেন বং গাই...

Follow Us Kiran 'the Bong guy': বিয়ে কেন করছেন না? কিরণ যা বললেন... সদ্য শেষ হয়েছে অগ্রহায়ণ মাস। দীর্ঘ আশ্বিন কার্তিকের পর যখন এই মাস আসে, সবাই জানেন পুজো উৎসবের পর বিবাহ উৎসব শুরু হয়। যে হারে বিয়ে হয়, সেটি আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এবং এখন বিয়ে মানেই আলাদা ধরনের উন্মাদনা এবং বিরাট বাজেট। দিকে দিকে যখন লাখ লাখ টাকা খরচ করে বিয়ে হচ্ছে, তখন এবারও বাদ গেলেন কিরণ দত্ত। এই অগ্রহায়ণের শেষেও তাঁর মাথায় বরের টোপরটি উঠল না। কিন্তু না, তাঁর এতে আক্ষেপের কিছুই নেই। বরং কেন এই বিয়ের বাজারেও তিনি নিজের হিল্লে করলেন না, তাঁর এক বিস্তারিত তালিকা দিলেন। সেই চেনা লুকে চশমা পরে একগাদা কারণ সোজা সাপটা জানিয়ে দিলেন। তাঁকে বলতে শোনা গেল... “ডিয়ার কাকু এবং কাকিমা, আমি এবারের শীতেও বিয়ে করব না। আপনার আনন্দ ফুর্তির জন্য, আমি নিজের আনন্দের কথা ভুলে যাব?” এখানেই শেষ না। তাঁর পাশাপাশি তিনি এও বলেন... "ধুমধাম করে বিয়ে করার চক্করে যে লোনগুলো নেব, সেগুলো চোকাতে গিয়ে কি আপনার বাবার কিডনি বেচে দেব?" সমাজ বিয়ের জন্য শুধুই বলবে, তারপর? সমাজের শুনলে জীবনের আর কিছু ভাল হবে না, একথাও তিনি সাফ জানালেন। সমাজের কথায় আজ অবধি কাজের কাজ কিছুই হয়নি। তাঁর তাঁদের জঘন্য উপদেশ আর শুনতে চান না তিনি। কিরণের কথায়, “বিয়ে করে দুখী থাকার থেকে বিয়ে না করে সুখী থাকা অনেক ভাল।” আর এদিকে, তাঁর এই পোস্টে সবথেকে আগে মন্তব্য করে বসেছেন তাঁর কাছের মানুষ অন্তরা। দুজনের প্রেমের সম্পর্কে বেশ কিছু সময় আগেই সিলমোহর দিয়েছেন কিরণ। কিন্তু, অন্তরা তাঁকে দুষলেন। তাঁর কথায়, "বেশ! আমার ডায়লগগুলো ঝেঁপে দিলে?" কিছুদিন আগেই তাঁর দাদার বিয়ে হয়েছে। সেই ছবি নিজেই দেখিয়েছিলেন দ্যা বং গাই। কিন্তু, তাঁর নিজের বিয়ের সানাইটা কবে বাজবে এই নিয়েই প্রশ্ন করেছিলেন বেশিরভাগ। কিন্তু তিনি কবে বিয়ে বসেন সেটাই দেখার। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.