ENTERTAINMENT

John Abraham: 'গরম মশলা' থেকে 'জিসম', জন আব্রাহামের এই ছবিগুলি এবার হাতের মুঠোয় OTT-তে!

Follow Us জন আব্রাহামের এই ছবিগুলি দেখা যাবে কোন কোন OTT তে? Photograph: (ফাইল চিত্র ) অভিনেতা জন আব্রাহামের ভক্ত অনেকেই। বিশেষ করে যারা অ্যাকশন ছবি ভালবাসেন, তাঁদের অনেকেই তাঁর ছবি দেখতে পছন্দ করেন। শেষ ভেদা ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। যদিও বা একসময় বেশ কিছু হিট ছবি তিনি দিয়েছেন, যেগুলি আজও মন ভাল করবে দর্শকদের। তাঁর সেই ছবিগুলো কি মিস করেন? তাহলে বেশ কিছু OTT প্ল্যাটফর্মে সেগুলো আপনি দেখতে পারেন। কোথায় কোন ছবি দেখবেন, রইল তালিকা। ধুম ( Dhoom ): যশ রাজের সুপারহিট এই অ্যাকশন ছবিতে দেখা গিয়েছিল বিরাট স্টারকাস্ট। যেখানে ছিলেন জন নিজেও। এই ছবিতেই তাঁর জীবনের সেই মোড় আসে যেখান থেকে আর তাঁকে পিছে ফিরে তাকাতে হয়নি। Amazon prime এ এই ছবি দেখা যাবে। জিসম ( Jism ): এই ছবি তাঁর ডেবিউ ছবি। এই ছবিতে তাঁকে দেখা গিয়েছিল রোমান্টিক ভূমিকায়। ছবিতে ছিলেন বিপাশা বসু। এই ছবি দেখা যাবে Amazon prime এবং Zee5 এ। গরম মশলা ( Garam Masala ) : সেসময় অক্ষয় কুমারের সঙ্গে তাঁর এই ছবি নিদারুণ চর্চায় ছিল। একে তো কমেডি সঙ্গে বেশ কিছু চর্চিত মুহূর্তের কারণে এই সিনেমা তখন দারুণ মনোরঞ্জন করেছিল দর্শকের। এই ছবি দেখা যাবে Hotstar এ। দোস্তানা ( Dostana ): অভিষেক বচ্চন এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত এই ছবিতে জন দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন তাঁর বডির দরুণ। এই ছবি দেখা যাবে Netflix এ। হাউসফুল ২ ( Housefull 2 ) : কমেডি সিনেমার জগতে এই ফ্র্যাঞ্চাইজির তুলনা নেই। হাউজফুল এর দ্বিতীয় ভাগে অক্ষয় কুমার এবং রিতেশের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল। এই ছবি দেখা যাবে Amazon prime, Hotstar, Mx player এ। ওয়েলকাম ২ ( Welcome 2 ) : এর প্রথম পার্ট দারুণ জনপ্রিয় হয়। দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। কিন্তু দ্বিতীয় ভাগে জন এবং শ্রুতি মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। এটি দেখা যাবে Amazon prime, Jio cinema তে। পাঠান ( Pathaan ) : শাহরুখের সঙ্গে এই ছবিতে তিনি ভিলেনের ভূমিকায় অভিনয় করেন। এই ছবি দেখা যায় Amazon Prime এ। সত্যমেব জয়তে ( Satyamev Jayate ) : এই ছবিতে জন ছিলেন পুলিশের ভূমিকায়। তাঁর এই ছবি ধুয়াধার অ্যাকশন ছবি। দেখা যাবে Amazon Prime এ। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.