ENTERTAINMENT

Khadaan-Dev: শাহরুখের পর 'বাংলার নায়ক' দেব পারলেন, বাঙালিকে রাত জাগিয়ে উৎসবের সূচনা করলেন অভিনেতা...

Follow Us 'জওয়ান' রিলিজেও রাত জেগেছিল বাঙালি, আর এবার দেব ঠিক সেটাই করলেন যা এই বাংলায় হওয়া দরকার... Photograph: (Instagram) Dev-Khadan: কাউকে যদি অন্তর থেকে ভালবাসা যায় তাহলে বোধহয় তাঁর জন্য সারারাত জেগে বসে থাকা যায়। তাঁর জন্য মধ্যরাতেও আলোড়ন সৃষ্টি করা যায়। এমন কিছু করা যায় যাতে উদাহরণ সৃষ্টি হয়। না, এবারও তাঁর ব্যতিক্রম না। বরং, বাংলার মানুষ দেখিয়ে দিল তাঁরা ভালবাসার মানুষের জন্য ঠিক কী কী করতে পারেন। গতবছর যখন শাহরুখ খানের ( Shah Rukh Khan ) ছবি পাঠান কিংবা জওয়ান ( Jawan Release ) রিলিজ করেছিল, ভোরবেলা থেকেই শুরু হয়েছিল উৎসব। তারপর, জওয়ান রিলিজের পর দেখা গিয়েছিল রাত সাড়ে তিনটে থেকে শো! এবং সেগুলি হাউসফুল। মশকরা করে অনেকেই বলেছিলেন বাঙালি যে মহালয়া ছাড়াও ভোরবেলা জগতে পারে সেটার প্রমাণ দিলেন শাহরুখ খোদ। A post shared by Shah Rukh Khan (@iamsrk) কিন্তু এবার বাংলার এক সুপারস্টার। বাংলার এক তারকা। যাকে ঘিরে অনেক স্বপ্ন এই ইন্ডাস্ট্রির। বাংলা ছবির জন্য যিনি লড়াই করে চলেছেন। শুধু তাঁর টানে, তাঁর ভালবাসায় সারারাত ধরে সিনেমা উৎসব চলল। রাত আড়াইটার শো রানীগঞ্জে, আর সেটাই সাকসেসফুল। নিজেদের ঘুম নষ্ট করে ভালবাসার খাতিরে দেব ( Dev ) ভক্তরা হাজির হলেন সিনেমাহলে। সঙ্গে ব্যান্ড বাজা এবং একরাশ উৎফুল্লতা। তাঁদের গুরু বহুদিন পর কমার্শিয়ালি কামব্যাক করছেন কিনা। তাই উন্মাদনা ছিল তুঙ্গে। আরও পড়ুন - Dev - Khadan: একশোর কাছাকাছি শো, 'যথাযথ ব্যবস্থা নেব', 'পুষ্পা ২'-কে কাঁচকলা দেখিয়ে কী সিদ্ধান্ত নিলেন দেব? দেবের নজর এড়ায়নি সেই দৃশ্য। তাই তো রাত জেগে যখন তিনি বসে আছেন, তখন নিজের সমাজ মাধ্যমে সেই ভিডিও পোস্ট করলেন। তাতে লিখলেন, 'খাদান উৎসবের শুরু আর এটুকু বলতে পারি, এটা একটা নতুন যুগের শুরু হল। খাদান বেঙ্গল ট্যুরের এটাই পাওয়ার।' অভিনেতার ভক্তদের মধ্যে যেমন উন্মাদনা তেমনই ইন্ডাস্ট্রি জুড়েও নানা তর্ক বিতর্ক। বর্তমানে হার্ডকোর কমার্শিয়াল ছবি চলে না? তাঁর জন্য অনেক প্ল্যানিং লাগে? কিন্তু না! একের পর এক হলের হাউজফুল বোর্ড বলছে, রিলিজের দিনই বাজি মেরে দিলেন দেব। তাঁর নামটাই যথেষ্ট একটা ছবিকে হিট করানোর জন্য। A post shared by Dev Adhikari (@imdevadhikari) উল্লেখ্য, যেদিন থেকে তিনি এই ছবির ঘোষণা করেছিলেন সেদিন থেকেই তাঁর পিওর কামব্যকের অপেক্ষায় ছিলেন বেশিরভাগ। একদিকে যেমন তিনি নির্বাচন সামলেছেন ঠিক তেমনই নিজের সিনেমার কাজটাও মন দিয়ে করে গিয়েছেন। যখন পুষ্পা ২ এর কারণে একের পর এক সিনেমাহলে বাংলা ছবি জায়গা পাচ্ছে না, দর্শকদের কথা দিয়েছিলেন যে তিনি চেষ্টা করবেন, আর করলেন ও তাই। যেকথা না বললেই নয়, বড়দিনে দেব ম্যাজিক বরাবরের বাংলা সিনেপ্রেমীদের কাছে প্রিয়। তাই তো তাঁরা, অপেক্ষায় থাকেন বড়দিনে তাঁর ছবি রিলিজের। আর এমনিও যেহেতু ২৫শে ডিসেম্বর ক্রিসমাসের পাশাপাশি তাঁর জন্মদিনও, এবারের উৎসব যে একদম অন্যরকম হতে চলেছে একথা প্রমাণিত। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.