ENTERTAINMENT

Kareena Kapoor Khan-Shahid Kapoor: দুই প্রাক্তন ফের এক ছাদের নীচে, প্রায় পাশাপাশি বসে করিনা-শাহিদ! কথা হল?

Follow Us শাহিদ - করিনার মুহূর্ত ভাইরাল, জব উই মেট আবেশে ভাসলেন অনুরাগীরা... Photograph: (ফাইল চিত্র ) Shahid-Kareena Viral Moments: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক দিবসের অনুষ্ঠান থেকে করিনা কাপুর খান ( Kareena Kapoor Khan ) এবং শাহিদ কাপুরের ( Shahid Kapoor ) ভাইরাল ছবিগুলি তাদের ভক্তদের মধ্যে নস্টালজিয়া ছড়িয়ে দিয়েছে। প্রাক্তন এই জুটি যিনি যথাক্রমে সইফ আলী খান ( Saif Ali Khan ) এবং মীরা রাজপুতের সাথে সুখী বিবাহিত, তাদের বাচ্চাদের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। করিনাকে তার দুই সন্তান তৈমুর এবং জেহের জন্য উল্লাস করতে দেখা গেছে, যারা অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন। শহীদ কাপুর তার পিছনে সারিতে বসেছিলেন, যখন তিনি মেয়ে মিশার জন্য বারবার চিয়ার করছিলেন। এই দৃশ্য দেখে বেশিরভাগ অনুরাগী যেন পুরনো দিনে ফিরে গেলেন। একসঙ্গে অনেকগুলো ছবিতে কাজ করেছেন তাঁরা। ভক্তরা করিনা এবং শহিদের একাধিক ছবি শেয়ার করেছেন। জব উই মেট ( Jab We Met )-এর তাদের চরিত্র 'গীত' এবং 'আদিত্য'-এর পুনর্মিলন দেখে আনন্দের শেষ নেই তাঁর। বেশিরভাগ বললেন, 'আজ যেন বহুবছরের অপেক্ষার অবসান হল'। যদিও বা, করিনা শাহিদকে লক্ষ্য করেছেন কিনা সেই নিয়ে সন্দেহ আছে। কারণ, বেশিরভাগ সময়টা তিনি সামনেই তাকিয়ে ছিলেন। A post shared by Viral Bhayani (@viralbhayani) জব উই মেট এমন একটি ছবি, যেটি পছন্দ করেননি এমন মানুষ খুব কম আছেন। যদিও বা কানাঘুষো শোনা যায়, সেই ছবির সময় থেকেই নাকি করিনা এবং শাহিদের ব্যক্তিগত জীবন দুমড়ে মুচড়ে যেতে আরম্ভ করে। এবং এই ছবিতে করিনাকে কাজ করতে অনুরোধ করেছিলেন শাহিদ খোদ। আবার কেউ কেউ মশকরা করলেন তাদের একসঙ্গে উপস্থিতি নিয়ে। ২০২৪ কত কিছু দেখাবে আর? এই নিয়েই প্রশ্ন করছেন তাঁরা। যদিও বা করিনা এরপরেও শাহিদের সঙ্গে উড়তা পাঞ্জাব ছবিতে কাজ করেছেন। উল্লেখ্য, বলিউডে বিচ্ছেদ এবং ফের অন্য সম্পর্কে জড়ানো নেহাতই সাধারণ ঘটনা। শাহিদ এবং করিনার সম্পর্ক ভাঙ্গার নেপথ্যের আসল কারণ কী সেকথা অনেকেই জানেন না। কিন্তু, শোনা যায় সেই একইসময় করিনা টাশান ছবির শুটিং করতে গিয়েছিলেন লাদাখ। আর তখন থেকেই তাঁর সঙ্গে সইফের প্রেম দানা বাঁধে। যদিও বা সেই ছবি ফ্লপ করে কিন্তু সম্পর্ক পাকা হয়ে যায়। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.