ENTERTAINMENT

Abhishek-Aishwarya Together: মেয়ের কারণেই ফের একসঙ্গে, আরাধ্যা ঠিক কীভাবে মিলিয়ে দিলেন ঐশ্বর্য এবং অভিষেককে?

Follow Us মেয়ের স্কুলের অনুষ্ঠানে অভিষেক-ঐশ্বর্য? Photograph: (Instagram) Aishwarya-Abhishek Together: চারিদিকে তাঁদের বিচ্ছেদ চর্চা। শুধু তাই নয়, পারলে আলোচনা এবং বিতর্কের চোটে তাঁদের এই বুঝি ডিভোর্স হয় হয়। প্রসঙ্গে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন। কানাঘুষো খবর এখন নাকি ঐশ্বর্য আর অভিনেতার সঙ্গে থাকেন না। তিনি নাকি তাঁর মেয়ে নিয়ে আলাদা থাকেন। আম্বানি পরিবারের বিয়ে থেকেই এই চর্চা আরও জোরালো হয়। অভিনেত্রী সবাইকে বাদ দিয়ে এক এসেছিলেন সেই অনুষ্ঠানে। পরে, এমনও শোনা গিয়েছিল অভিষেক নাকি নিম্রত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু, গতকাল রাতে যা দেখা গেল তাতে অভিনেতার বিরুদ্ধে সমস্ত অভিযোগ নস্যাৎ হয়ে যায়। এমনকি অমিতাভ যাকে এমনও বলা হয়েছিল যে তিনি নাকি ঐশ্বর্যর জীবন দুর্বিষহ করে তুলেছেন, তাঁকেও দেখা গেল ছেলের বউয়ের সঙ্গে মিষ্টি আচরণ করতে। A post shared by F I L M Y G Y A N (@filmygyan) আসলে মেয়ে আরাধ্যার স্কুলের প্রোগ্রামের জন্য তাঁরা এক হলেন আবারও। মেয়ে পারফর্ম করবেন, আর বাবা মা কিংবা পরিবারের তরফে সেই অনুষ্ঠান দেখা হবে না? এও আবার হয় নাকি! আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে দেখা গেল অমিতাভ, অভিষেক এবং ঐশ্বর্যকে। যদিও ঐশ্বর্য এবং অভিষেকের হাসি দেখে বোঝার উপায় নেই যে আদৌ তাঁদের নিয়ে বিচ্ছেদের গুজব রটেছে। A post shared by F I L M Y G Y A N (@filmygyan) অন্যদিকে অভিষেককে দেখা গেল তাঁকে প্রোটেক্ট করতেও। ঐশ্বর্যকে আগলে রাখলেন তিনি। তিনি সিঁড়ি দিয়ে উঠতে যাবেন যখন তখন তাঁর পিঠে আলতো করে হাত রাখলেন। সেই সব ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল। আর সেই দেখেই ভক্তরা ধন্যবাদ জানাচ্ছেন আরাধ্যাকে। তাঁরা বলছেন সন্তানের মুখের দিকে তাকিয়ে যেকোনও মানুষ যা খুশি করতে পারে। অন্যদিকে, সকলের মাঝে অনুপস্থিত বেশিরভাগের অপছন্দের দুই মানুষ, জয়া এবং শ্বেতা। তাতে অভিষেক এবং ঐশ্বর্যর অনুরাগীরা যথেষ্ট আনন্দে। তাঁরা বলছেন, এই দুজন নেই বলেই হয়তো বা অনেকটা খুশি এরা। আবার কেউ বললেন... ওই দুজন নিজেদের তালে মত্ত। সমাজ মাধ্যমে গতকাল রাত থেকে ঐশ্বর্য এবং অভিষেকের নানা ভিডিও দেখা গিয়েছে। যেখানে বারবার ঝলক মিলেছে সুখী দাম্পত্যের। মেয়েকে নিয়ে যে তারা সত্যিই ভাল আছেন এমনটাই দেখা গিয়েছে। প্রসঙ্গত, অভিষেক কিন্তু বারবার জানিয়েছিলেন তাঁদের বিচ্ছেদের গুজব সম্পূর্ন মিথ্যে। শুধু তাই নয়, যারা এই গুজব রটাচ্ছে সেটা ভিত্তিহীন। A post shared by F I L M Y G Y A N (@filmygyan) উল্লেখ্য, এই অনুষ্ঠানে দেখা গিয়েছিল আরও তারকাদের। বলিউডের কিং খান থেকে শুরু করে করিনা এবং সইফ তাঁর পাশাপাশি শহিদ কাপুরকেও দেখা গিয়েছিল আম্বাণীদের স্কুলের এই অনুষ্ঠানে। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.