ENTERTAINMENT

Bigg boss - Salman Khan: কেমন পাত্রী চাই ভাইজানের? বিগ বসের মঞ্চেই মহারাজের সামনে জোরালো স্বীকারোক্তি সলমনের...

Follow Us Salman Khan on BIgg boss: কেমন পাত্রী চাই ভাইজানের? লাফটার শেফের পর এবার বিগ বসের মঞ্চে এসো উপস্থিত হয়েছেন স্বঘোষিত ঈশ্বরের দূত অনিরুদ্ধাচার্য। এবং এসেই তিনি এমন কাণ্ডকারখানা করেছেন যেখানে সলমনের চক্ষু চড়কগাছ। গত সিজনে ভাইজান কে দেখা যায়নি বিগ বস সঞ্চালনা করতে। তবে এবার তিনি আবারও ফিরেছেন। আজ রাতেই, বিগ বস এর নতুন সিজনের প্রিমিয়ার হওয়ার কথা। তার আগে একে একে ভিডিও সব প্রকাশ্যে আসছে। প্রতিযোগিদের তালিকায় এবার কারা থাকতে পারে সেই নিয়ে অনেকদিন আগে থেকেই চর্চা শুরু হয়েছিল। বিগ বসের এই সিজনের নাম টাইম কা তান্ডব। এই প্রথম দিনে যদি ভাইজানের সঙ্গে একটু খুনসুটি না করা যায় তাহলে চলে? বাবা অনিরুদ্ধাচার্য ঠিক সেই কাজটাই করলেন। প্রতিযোগিতার পাশাপাশি ভাইজানকেও তিনি পাগল করে ছাড়লেন। সলমনকে উপদেশ দিলেন বিয়ে করার, কিন্তু ভাইজান যেখানে ৫৮ টা বসন্ত একা কাটিয়েছেন সেখানে ৫৯ তম বসন্তে কি পা দেবেন বিয়ের ফাঁদে? অনিরুদ্ধচার্য কে সালমান যা বললেন... আরও পড়ুন - Sreelekha Mitra: 'আমাদের চৌদ্দগুষ্টির ভাগ্য, আপনি খুন করেননি..', নিউটাউনের ধর্ষণ কাণ্ডে বিস্ফোরক শ্রীলেখা যে প্রমোপ্রকাশ এসেছে সেখানে ভাইজানের সঙ্গে দেখা গেল এক রাজনীতিবিদকে। তিনি বলতে শুরু করলেন রাজনীতিবীদেরা খুব লোভী। সবাই আমাদেরকে চিনবে জানবে আমরা এটাই বেশি করে চাই। এটুকু শুনে বাবা অনিরুদ্ধাচার্য জানতে চান, বিবাহিত কিনা? উত্তরে সেই রাজনীতিবিদ বলেন আমি ভাইজানের থেকেও বয়সের ছোট। এরপরই, বাবা জানান যে তিনি দুজনের জন্য সর্বগুণ সম্পন্ন পাত্রী খুঁজে দেবেন। কিন্তু সালমান তো এই প্রস্তাব শুরুতে নাকচ করলেন। A post shared by JioCinema (@officialjiocinema) ভাইজানকে উদ্দেশ্য করে, অনিরুদ্ধাচার্য বললেন, আমি এমন পাত্রী খুঁজে দেবো যে পালিয়ে যাবে। কিন্তু সলমন তো সলমনই। বিন্দাস মাথা নাড়িয়ে ঘাড় ঝাঁকিয়ে বলেন, আমার তো এমন মেয়ে দরকার যে বিয়ের আগেই পালিয়ে যাবে। বলেই, প্রাণ খোলা হাসতে শুরু করেন সালমান। উল্লেখ্য বিগবসের মঞ্চে অনিরুদ্ধাচার্য এসেছেন প্রথমবার। এবং তিনি সলমনকে একটি ভগবত গীতা উপহার দিয়েছেন। সেই ছবি সমাজ মাধ্যমে শেয়ার করে তিনি লিখেছেন, বিগবসের ঘরে যারা যারা যাবে, সেই সদস্যদের পাশাপাশি সালমান খানকেও ভগবত যদি উপহার দিয়ে আশীর্বাদ করলাম। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.