HOROSCOPE

Astrology Tips: এই দুই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, লক্ষ্মীবারে জেনে নিন কোন দেবতার পুজো করলে মিলবে সেরা ফল

Follow Us God according to Zodiac Signs: কোন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং সেই রাশির ইষ্টদেবতা কে? Astrology Tips: রাশিচক্র নিয়ে কম-বেশি সবারই আগ্রহ রয়েছে। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করেই রাশিফল, জ্যোতিষ গণনা হয়। এমনটাই বলেন জ্যোতিষবিদরা। জন্মের সময়ে গ্রহ-নক্ষত্রের অবস্থানের উপর বিচার করে সবার রাশি নির্ধারিত হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাশি অনুসারে যেমন যেমন সবার উপরে আলাদা আলাদা গ্রহের প্রভাব থাকে, তেমনই প্রত্যেক রাশির অধিপতি গ্রহ অনুযায়ী ভিন্ন ইষ্টদেবতা থাকে। ভক্তিভরে নিয়মিত সেই ইষ্টদেবতার পুজো করলে সব বাধা-বিপত্তি দূর হয়। জ্যোতিষবিদরা বলেন, রাশি অনুযায়ী ইষ্টদেবতাকে তুষ্ট করা উচিত। কোন রাশির জাতকের ইষ্টদেবতা কে তা নির্ধারিত হয় গ্রহ-নক্ষত্রের উপর। বিভিন্ন রাশির উপর বিভিন্ন দেবতার প্রভাব থাকে। যে দেবতার কৃপাদৃষ্টি যে রাশিতে বেশি, সেই রাশির জাতক-জাতিকাদের সেই ইষ্টদেবতার আরাধনা করা উচিত। তাহলেই জীবনে সুখ-শান্তি-সমৃদ্ধি আসে। আরও পড়ুন সামনেই সুযোগের নতুন পথ, বৈবাহিক জীবনে কোন্দল কোন রাশিদের? আজ, বৃহস্পতিবার জেনে নিন কোন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং সেই রাশির ইষ্টদেবতা কে? ধনু রাশি- ধনু রাশির অধিপতি হল বৃহস্পতি। ধনু রাশিতেই বেশিরভাগ অবস্থান করেন দেবগুরু বৃহস্পতি। এই রাশির জাতক-জাতিকাদের আরাধ্য দেবতা বিষ্ণু এবং দেবী লক্ষ্মী। এই দুই দেবতার আরাধনা নিয়মিত ভক্তিভরে করলে জীবনে সুখ-সমৃদ্ধি আসবে। বাধা-বিপত্তি দূর হবে। সেইসঙ্গে ধনদৌলত আসবে। আরও পড়ুন হাতের তালুতে এই চিহ্ন থাকলেই আসবে অগাধ ধনসম্পদ, আপনার আছে কি না কীভাবে জানবেন? মীন রাশি- মীন রাশির অধিপতি হল বৃহস্পতিবার। এই রাশির আরাধ্য দেবতা হল বিষ্ণু। নিয়মিত ভক্তিভরে নারায়ণ পুজো করলে ধনসম্পদের পাশাপাশি জীবনে অনেক সুখ-সমৃদ্ধি আসবে। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.