HOROSCOPE

Nostradamus' 2025 prediction: ভয়ঙ্কর যুদ্ধ, মহামারি, বন্যা-তে ২০২৫-এ ছারখার হবে পৃথিবী? নস্ত্রাদামুসের ভবিষ্যৎবাণী ঘিরে চরম আতঙ্ক

Follow Us বিখ্যাত ফরাসি জ্যোতিষী নসট্রাদামুস তাঁর ভবিষ্যদ্বাণীতে বলেছেন, যুদ্ধের আশঙ্কা ও মারাত্মক রোগ-ব্যাধিতে ছারখার হবে পৃথিবী! Nostradamus' 2025 prediction: ২০২৪ শেষের আর মাত্র কয়েকটা দিন। এর মাঝেই আগামী বছর কেমন যাবে? কোন কোন রাশির মানুষের জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে? কোন কোন রাশির মানুষের জীবনে সাফল্য পেতে আরও কিছু অপেক্ষা করতে হবে এই নিয়ে চলছে জোর চর্চা। এসবের মাঝেই ২০২৫ সাল নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করেছেন বিখ্যাত ফরাসি জ্যোতিষী নসট্রাদামুস। তিনি তাঁর ভবিষ্যদ্বাণীতে বলেছেন, যুদ্ধের আশঙ্কা ও মারাত্মক রোগ-ব্যাধিতে ছাড়খার হবে পৃথিবী! অনেক বড় অঘটন ঘটবে পৃথিবীতে। ভয়ংকর যুদ্ধের সাক্ষী থাকতে চলেছে বিশ্ব। যার জেরে বিপুল ক্ষয়ক্ষতি ও প্রচুর প্রাণহানি ঘটবে বলেই উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি তিনি তাঁর বইয়ে উল্লেখ করেছেন, পৃথিবীতে পুরনো আগ্নেয়গিরি জেগে উঠবে। ভয়ংকর বন্যা গ্রাস করবে পৃথিবীকে। নস্ট্রাদামাস একজন ফরাসি ভবিষ্যদ্বক্তা ও চিকিৎসক। তাঁর এই ভবিষ্যদ্বাণী ঘিরে চরম উৎকন্ঠায় রয়েছেন বিশ্বের লাখো মানুষ। ২০২৫- এর শুরুর আগে, সোশ্যাল মিডিয়ায় নস্ট্রাদামাসের ভবিষ্যদ্বাণী নিয়ে চলছে জোর চর্চা। বছর শেষের আগেই প্রতিবছরের মতো এবারও নস্ট্রাদামাসের ভবিষ্যদ্বাণী সামনে এসেছে। ফরাসি জ্যোতিষী এবং চিকিত্সক মিশেল ডি নস্ট্রাদামাসও হিটলারের উত্থান, ৯/১১ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গি হানা, কোভিড-১৯ মহামারী নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন। এখন ২০২৫ সালে তাঁর ভবিষ্যদ্বাণী আবার উঠে এসেছে জোর চর্চায়। তাঁর লেখা বইটি ১৫৫৫ সালে লেখা হয়েছিল। বইটি নিয়ে যারা গবেষণা করছেন তারা বিশ্বের সামনে ২০২৫ সাল সম্পর্কে তাঁর করা বেশ কিছু ভবিষ্যদ্বাণী সামনে এসেছে। আগামী বছর কী শেষ হতে চলেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের? নস্ট্রাদামাসের ভবিষ্যদ্বাণী অনুসারে, ২০২৫ সালে 'দীর্ঘ সময়' ধরে চলা যুদ্ধের অবসান ঘটতে চলেছে। পাশাপাশি তিনি ভবিষ্যদ্বাণী করেছেন ফ্রান্স ও তুরস্কের মধ্যে চরম বিরোধ দেখা দিতে পারে। নস্ট্রাদামাসের ভবিষ্যদ্বাণী অনুসারে ২০২৫ সালে ভয়ানক যুদ্ধ বা ইংল্যান্ডে প্লেগের মতো ভয়ঙ্কর মহামারী আছড়ে পড়বে। যাকে তিনি চরম শত্রুর চেয়েও ভয়ঙ্কর বলে বর্ণনা করেছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন ২০২৫ সালে একটি বিশাল গ্রহাণু পৃথিবীতে আঘাত করবে বা পৃথিবীর খুব কাছে আসবে। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.