HOROSCOPE

Budh Uday 2024: উদয় হবে বুদ্ধির দাতা বুধের, ডিসেম্বরে সোনায় সোহাগা এই তিন রাশির, বাড়ি-গাড়ি-বিদেশভ্রমণ আরও কত কী!

Follow Us Budh Uday 2024: ১৩ দিন পর্যন্ত অস্তমিত থাকার পর ফের উদিত হচ্ছে বুধ। December Lucky Rashi: রাশিচক্রে বুদ্ধির দাতা বলা হয় বুধকে। বিভিন্ন সময়ে রাশি পরিবর্তন করে বুধ। যার প্রভাব পড়তে চলেছে বিভিন্ন রাশির উপর। এই সময়ে বুধ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। নভেম্বর মাসের শেষ পর্যন্ত এই রাশিতেই অস্ত হয়েছে। ১৩ দিন পর্যন্ত অস্তমিত থাকার পর ফের উদিত হচ্ছে বুধ। তাই বেশ কিছু রাশির ভাগ্য পরিবর্তন হতে চলেছে। বুধের উদয়ের ফলে কিছু রাশির ভাগ্য বিরাট পরিবর্তন হবে। রাশিচক্র অনুযায়ী, বুধ ১২ ডিসেম্বর ভোর ৬.১২ মিনিটে উদিত হবে। এবার দেখে নেওয়া যাক, কোন কোন রাশির উপর এর প্রভাব পড়তে চলেছে। তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের উদয় বেশ লাভদায়ক হবে। আচমকা অর্থলাভের যৌগ তৈরি হবে। এর সঙ্গে সব আটকে থাকা কাজও শেষ হবে। সাফল্যের সঙ্গে অর্থলাভও হবে। জীবনে দীর্ঘ সময় ধরে চলা সমস্যার সমাধান হবে। অর্থ উপার্জনের অনেক রাস্তা খুলে যাবে। একইসঙ্গে বুধের মতো একাগ্রতা এবং বুদ্ধি বাড়বে। সব ক্ষেত্রে সাফল্য পাবেন জাতক-জাতিকারা। অনেক লাভ হবে। স্ট্র্যাটেজি করলে কাজ এবং ব্যবসায় কাজ লাগবে। বুধের কৃপায় আর্থিক পরিস্থিতি ভাল হবে। অর্থ সঞ্চয় হবে। এই রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের উদয় অনেক আনন্দ এবং সমৃদ্ধি নিয়ে আসবে। সুখ পাবেন অনেক। অর্থ উপার্জনের অনেক রাস্তা খুলে যাবে। বাইরে কোনও লম্বা সফরে যেতে পারেন। এতে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে। ব্যবসায় লাভের যোগ আছে। ঘরে খুশির পরিবেশ থাকবে। অনেক টাকা আসবে। আচমকা অনেক টাকা চলে আসতে পারে। পড়ুয়াদের জন্য এই সময় ভাল। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে। আরও পড়ুন ২০২৫ সালে যুদ্ধ-ধ্বংসযজ্ঞ-প্রাণহানি, বিশ্বে মুসলিম শাসন? ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার এই রাশির জাতক-জাতিকাদের জীবনের সব সমস্যা শেষ হতে চলেছে। সুখ-সুবিধা বাড়বে জীবনে। সম্পত্তি ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। টাকা জমাতেও সফল হবেন। নতুন চাকরির সুযোগ আসবে। ব্যবসায় অনেক লাভ হবে। প্রতিদ্বন্দ্বীদের টক্কর দেবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। নতুন কিছুতে বিনিয়োগ করবেন। প্রেমজীবন পাল্টে যাবে। আরও পড়ুন বৃহস্পতি-শুক্রের যুগলবন্দিতে সমসপ্তক রাজযোগ! দীপাবলির আগেই সোনায় সোহাগা ৩ রাশির None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.