HOROSCOPE

Rahu Transit 2025: নতুন বছরে কুম্ভে যাচ্ছে রাহু! পাপী গ্রহের প্রভাবে জীবন দুর্বিষহ হবে এই ৩ রাশির

Follow Us Rahu Transit 2025: রাহুর রাশির পরিবর্তনের ফলে অনেক রাশির উপর খারাপ প্রভাব পড়তে চলেছে Rahu Transit 2025: জ্যোতিষশাস্ত্রে নবগ্রহের অন্যতম এবং গুরুত্বপূর্ণ হল রাহু। পাপী গ্রহ হিসাবে গণ্য করা হয় রাহুকে। এই গ্রহ প্রতি ১৮ মাস অন্তর রাশি পরিবর্তন করে। আর এই রাশি পরিবর্তনের ফলে বেশ কিছু রাশির উপর তার প্রভাব পড়ে। রাহুর প্রভাব মানেই দুর্ভাগ্য বা খারাপ তা কিন্তু নয়। রাহুর ভাল প্রভাবও রয়েছে। তবে কথায় আছে, রাহু ভিখারিকে রাজা আর রাজাকে ভিখারি করতে পারে। রাহু বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে। ২০২৫ সালে রাহুর গোচর বা ট্রানজিট হতে চলেছে। নয়া বছরে মীন রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে রাহু। কুম্ভ শনিদেবের রাশি। শনি কুম্ভ থেকে বেরিয়ে যাবে মীন রাশিতে। রাহু ১৮ মাস বিকেল ৪.৩০ মিনিটে রাশি পরিবর্তন করতে চলেছে। নতুন বছরে রাহুর রাশির পরিবর্তনের ফলে অনেক রাশির উপর খারাপ প্রভাব পড়তে চলেছে। জেনে নিন কোন কোন রাশির উপর এর প্রভাব পড়বে। রাহুর গমন মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। চাকুরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য সবচেয়ে খারাপ খবর রয়েছে। তাঁরা নানারকম অসুবিধার সম্মুখীন হতে চলেছেন। ভাগ্যদেবী সদয় হবেন না। অনেক কাজ নষ্ট হয়ে যেতে পারে। পরিবারে বিবাদ-কলহ লেগেই থাকবে। মানসিক অবসাদ হতে পারে। সিংহ রাশির জাতক-জাতিকাদের রাহুর গমনের পর অর্থাৎ ১৮ মে-র পর থেকে অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হতে হবে। কর্মক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তাঁদের। আয়ের তুলনায় ব্যয় অনেক বাড়বে। যার জেরে আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে। যে কেউ ঠকাতে পারে। ব্যবসায় অনেক ক্ষতি হতে পারে। আরও পড়ুন এই দুই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, লক্ষ্মীবারে জেনে নিন কোন দেবতার পুজো করলে মিলবে সেরা ফল রাহু কুম্ভ রাশিতে যাওয়ার ফলে এই রাশির জাতক-জাতিকাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। রাহুর গমনের প্রভাবে স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে। স্বাস্থ্যের অবশ্যই যত্ন নেবেন। পারিবারিক সমস্যা বাড়তে পারে। চাকরিতে সমস্যা হতে পারে। আর্থিক ক্ষতির মুখ দেখতে হতে পারে। সব বিষয়ে সচেতন এবং সদা সতর্ক থাকা উচিত। আরও পড়ুন মৎস্যদ্বাদশীতে ভগবান বিষ্ণুর পুজো করলে মিলবে সেরা ফল, জানুন পুজোর তিথি এবং শুভসময় বিধিবদ্ধ সতর্কীকরণ গ্রহের গমন জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করে। কোনও রাশির জাতক-জাতিকার জীবনে কী প্রভাব পড়বে তা গ্রহনক্ষত্রের উপর নির্ভর করছে। এ সম্পর্কে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার নিজস্ব কোনও মতামত নেই। কোনও রকম পরামর্শ এবং তথ্যের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.