Follow Us Matsya Dwadashi 2024: ভগবান বিষ্ণুর প্রথম অবতার মৎস্যের আবির্ভাব তিথি হিসাবে এই দিন পালিত হয় Matsya Dwadashi 2024: Date, time and significant days to worship Matsya Avatar of Lord Vishnu: মার্গশীর্ষ অর্থাৎ ডিসেম্বর মাসের শুক্ল পক্ষের দ্বাদশী তিথিতে পালিত হয় মৎস্য দ্বাদশী। আজ, বৃহস্পতিবার ১২ ডিসেম্বর হল সেই দিন। ভগবান বিষ্ণুর প্রথম অবতার মৎস্যের আবির্ভাব তিথি হিসাবে এই দিন পালিত হয়। দ্বাদশী তিথি শুরু - ১২ ডিসেম্বর, ২০২৪ রাত ১.০৯ মিনিট দ্বাদশী তিথি শেষ - ১২ ডিসেম্বর, ২০২৪ রাত ১০.২৬ মিনিটে ভগবান বিষ্ণুর দশম অবতারের প্রথম হল মৎস্য অবতার। ভগবদ্গীতা এবং মহাভারত অনুযায়ী, মৎস্য হল বিষ্ণুর প্রথম অবতার। মাছের রূপে তিনি জন্ম নিয়েছিলেন। ব্রহ্মাণ্ডের রক্ষা এবং পালনকর্তা হিসাবে এই অবতারের আবির্ভাব হয়। ধ্বংসের পর নয়া জন্মের সময় জ্ঞানের এবং মানবতা রক্ষার জন্য তাঁর আবির্ভাব হয়েছিল। রাজা মনু একটি নদীতে হাত ধোয়ার সময় একটি ছোট মাছ দেখতে পান। জলাশয়ে অন্য জলজ প্রাণী থেকে রক্ষা করার জন্য সেই মাছটি রাজাকে আর্জি জানায়। মনু তখন সেই মাছটিকে নদী থেকে তুলে একটি ছোট জলের পাত্রে রাখেন। কিন্তু মাছটি আকারে বাড়তে থাকে। বাড়তে বাড়তে সেটি এতটাই বেড়ে যায় যে মনু তখন তাকে একটি হ্রদে ছেড়ে দেয়। তার পর সেটি সমুদ্রে চলে যায়। আরও পড়ুন এই দুই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, লক্ষ্মীবারে জেনে নিন কোন দেবতার পুজো করলে মিলবে সেরা ফল পরে সেই মাছ বিষ্ণুর রূপ ধারণ করে এবং মনুকে বলে একটি নৌকা তৈরি করে পবিত্র গ্রন্থ এবং সপ্তঋষিকে ভয়াবহ বন্যার হাত থেকে রক্ষা করার জন্য। সেই মৎস্য নৌকাটিকে নিরাপদে ভাসিয়ে নিয়ে যায় দুর্যোগ থেকে রক্ষা করে। মৎস্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এই অবতার জ্ঞানের বিশেষত বেদ-বেদান্তের সংরক্ষণের জন্য। বেদ হিন্দু ধর্মের আধ্যাত্মিক জ্ঞানের ভাণ্ডার। বেদ রক্ষা করে ভগবান বিষ্ণু ধ্বংসের পর পৃথিবীর সূচনায় পবিত্র জ্ঞানের ক্রমানুবর্তিতাকে বজায় রেখেছিলেন। সেই কারণেই বলা হয় বিষ্ণু জগতের পালনকর্তা। যিনি বস্তু এবং আধ্যাত্মিকতা দুই-কেই রক্ষা করেছিলেন। ভগবান বিষ্ণুকে পুজো করার বিশেষ দিন হল একাদশী। বৈষ্ণব ধর্মে ভগবান বিষ্ণুর অবতার যেমন মৎস্যের আরাধনা করা হয়। প্রত্যেক পূর্ণিমা এবং অমাবস্যায় নারায়ণের আরাধনার কথা রয়েছে হিন্দু ক্যালেন্ডারে। কর্ণাটকের উড়ুপিতে রয়েছে মৎস্য মন্দির। ঋষিকেশের মৎস্য তীর্থ এবং অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় মৎস্য নারায়ণা মন্দির রয়েছে। None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- December 15, 2024
-
- December 15, 2024
-
- December 15, 2024
Featured News
Latest From This Week
Ajker Rashifal Bengali, 12 December, 2024: সামনেই সুযোগের নতুন পথ, বৈবাহিক জীবনে কোন্দল কোন রাশিদের?
HOROSCOPE
- by Sarkai Info
- December 12, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.