NEWS

Nabanna Security: নবান্ন অভিযান ঘিরে সুরক্ষার চক্রব্যূহ, আইনশৃঙ্খলা নিয়ে সতর্ক রাজ্য পুলিশ

আইনশৃঙ্খলা নিয়ে সতর্ক রাজ্য পুলিশ সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: নজরে নবান্ন অভিযান ৷ আইনশৃঙ্খলা নিয়ে সতর্ক রাজ্য পুলিশ। শহরের আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন জেলা থেকে একাধিক পুলিশ অফিসারদের এনে মোতায়েন করা হয়েছে। কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে নবান্নকে। ভোর থেকেই নবান্ন ও তার সংলগ্ন এলাকাগুলিতে কড়া পুলিশি নিরাপত্তা।ইতিমধ্যেই ১৩ জন এসপি পদমর্যাদা র‍্যাঙ্কের আইপিএস অফিসার, ১৫ জন অ্যাডিশনাল এসপি, ডিসি র‍্যাঙ্কের পদমর্যাদার অফিসার, ২২ জন ডেপুটি এসপি তথা অ্যাসিস্ট্যান্ট কমিশনার র‍্যাঙ্কের অফিসার, ২৬ জন ইন্সপেক্টর র‍্যাঙ্কের অফিসারদের মোতায়েন করা হয়েছে নবান্ন ও হাওড়া পুলিশের অধীনে। মূলত নবান্ন অভিযানকে সামনে রেখে অন্যান্য জেলাগুলি থেকে এত সংখ্যক পুলিশ অফিসারদের মোতায়েনের সিদ্ধান্ত রাজ্য পুলিশের। পাশাপাশি ২১০০ পুলিশ কর্মী ও মোতায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই নবান্নের সামনে র‍্যাফ, কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে। সোমবারই রাজ্য পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এই নবান্ন অভিযান সম্পূর্ণরূপে বেআইনি। মঙ্গলবারের অভিযান ঘিরে হাওড়া থেকে কলকাতায় আসার পথে যাত্রীদের সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে। আজ, মঙ্গলবার ইউজিসি-র নেট পরীক্ষা আছে। পরিস্থিতি সামলাতে রাজ্য প্রশাসন কিছু পদক্ষেপ করেছে। জানা গিয়েছে, হাওড়ার দিক থেকে কলকাতায় আসার জন্য যাত্রীদের মূলত ইস্ট-ওয়েস্ট মেট্রো এবং গঙ্গায় ফেরি পরিষেবার উপরে নির্ভর করতে হবে। সকালের দিকে পুলিশ রাস্তা বন্ধ না করা পর্যন্ত বিদ্যাসাগর সেতু দিয়ে বাস আসবে বলে জানিয়েছেন পরিবহণ দফতরের আধিকারিকেরা। নবান্ন ঢুকতে গেলে আজ, মঙ্গলবার প্রত্যেককে ID কার্ড দেখাতে হচ্ছে। দ্বিতীয় হুগলি সেতু থেকে নবান্ন আসার পথেই পুলিশ দেখতে চাইছে সচিত্র পরিচয়পত্র। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.