NEWS

Jammu and Kashmir elections: জম্মু কাশ্মীরের ভোটেও বিজেপিকে কঠিন চ্যালেঞ্জ, ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট বাঁধল কংগ্রেস

জোট ঘোষণা করল ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস৷ শ্রীনগর: সোমবারই জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি৷ যদিও গেরুয়া শিবিরকে উপত্যকার ভোটে কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়ে সোমবারই জোট ঘোষণা করে দিল ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস৷ সেপ্টেম্বর এবং অক্টোবর মাস মিলিয়ে তিন দফায় জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ৯০ আসন বিশিষ্ট জম্মু কাশ্মীর বিধানসভায় ভোটগ্রহণ হবে ১৮ এবং ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর৷ আরও পড়ুন: ভাইরাল ভিডিও সেমিনার রুমেরই, স্বীকার পুলিশের! প্রমাণ লোপাটের অভিযোগ খারিজ ৯০টি আসনের মধ্যে ৫১টিতে লড়বে ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহদের দল ন্যাশনাল কনফারেন্স৷ ৩২টি আসনে প্রার্থী দেবে কংগ্রেস৷ সিপিএম এবং প্যান্থার্স পার্টিকে একটি করে আসন ছাড়া হয়েছে৷ তা বাদে পাঁচটি আসনে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হবে৷ জোট ঘোষণা করে ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লাহ জানান, জম্মু কাশ্মীরকে যারা ভাঙতে চাইছে, সেই শক্তির বিরুদ্ধে লড়াই করতেই একজোট হয়েছে দুই দল৷ কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল অভিযোগ করেন, জম্মু কাশ্মীরের আত্মাকে ধ্বংস করার চেষ্টা করছে বিজেপি৷ ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ জানিয়েছেন, দুই দলের জোট সরকার ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরের জন্য ন্যূনতম অভিন্ন কর্মসূচি ঠিক করে কাজ করবে তাদের সরকার৷ আগামী ৪ অক্টোবর জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে৷ বাংলা খবর / খবর / দেশ / Jammu and Kashmir elections: জম্মু কাশ্মীরের ভোটেও বিজেপিকে কঠিন চ্যালেঞ্জ, ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট বাঁধল কংগ্রেস Jammu and Kashmir elections: জম্মু কাশ্মীরের ভোটেও বিজেপিকে কঠিন চ্যালেঞ্জ, ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট বাঁধল কংগ্রেস জোট ঘোষণা করল ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস৷ ৯০ আসন বিশিষ্ট জম্মু কাশ্মীর বিধানসভায় ভোটগ্রহণ হবে ১৮ এবং ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর৷ আরও পড়ুন … 1-MIN READ bangla Kolkata,West Bengal Last Updated : August 26, 2024, 11:19 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Debamoy Ghosh শ্রীনগর: সোমবারই জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি৷ যদিও গেরুয়া শিবিরকে উপত্যকার ভোটে কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়ে সোমবারই জোট ঘোষণা করে দিল ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস৷ সেপ্টেম্বর এবং অক্টোবর মাস মিলিয়ে তিন দফায় জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ৯০ আসন বিশিষ্ট জম্মু কাশ্মীর বিধানসভায় ভোটগ্রহণ হবে ১৮ এবং ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর৷ বিজ্ঞাপন আরও পড়ুন: ভাইরাল ভিডিও সেমিনার রুমেরই, স্বীকার পুলিশের! প্রমাণ লোপাটের অভিযোগ খারিজ ৯০টি আসনের মধ্যে ৫১টিতে লড়বে ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহদের দল ন্যাশনাল কনফারেন্স৷ ৩২টি আসনে প্রার্থী দেবে কংগ্রেস৷ সিপিএম এবং প্যান্থার্স পার্টিকে একটি করে আসন ছাড়া হয়েছে৷ তা বাদে পাঁচটি আসনে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হবে৷ জোট ঘোষণা করে ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লাহ জানান, জম্মু কাশ্মীরকে যারা ভাঙতে চাইছে, সেই শক্তির বিরুদ্ধে লড়াই করতেই একজোট হয়েছে দুই দল৷ কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল অভিযোগ করেন, জম্মু কাশ্মীরের আত্মাকে ধ্বংস করার চেষ্টা করছে বিজেপি৷ ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ জানিয়েছেন, দুই দলের জোট সরকার ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরের জন্য ন্যূনতম অভিন্ন কর্মসূচি ঠিক করে কাজ করবে তাদের সরকার৷ বিজ্ঞাপন আগামী ৪ অক্টোবর জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে৷ Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। First Published : August 26, 2024, 11:19 pm IST আরও পড়ুন None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.