NEWS

Molestation Case: চতুর্থ শ্রেণির স্কুল পড়ুয়ার সঙ্গে যা করত দুই তরুণ! ফাঁস হল অপকর্ম! দু'জনকে খুঁজছে পুলিশ

প্রতিকী ছবি তুফানগঞ্জ: এক চাঞ্চল্যকর অভিযোগে উত্তেজনা ছড়াল কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমা এলাকায়। এক চতুর্থ শ্রেণির স্কুল পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী দুই তরুণের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নং ব্লকের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায়। তবে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা থেকে সপরিবারে গা ঢাকা দিয়েছে ওই দুই তরুণ। ইতিমধ্যেই গোটা ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে করা হয়েছে তুফানগঞ্জ থানায়। আরও পড়ুন: পাঁচতারা হোটেলে গোপন বৈঠক, হাতে CCTV ফুটেজ! নবান্ন অভিযানের অনুমতি দিল না পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, “প্রতিবেশী ওই দুই তরুণ মাঝে মধ্যেই ওই পড়ুয়ার বাড়িতে যাতায়াত ছিল। তবে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে ওই চতুর্থ শ্রেণির পড়ুয়াকে নির্জন একটি স্থানে নিয়ে যেত অভিযুক্তরা। এলাকারই একটি পুকুর পাড়ছিল এই অস্থানা। তারপর সেখানে মুখ বেঁধে ওই স্কুল পড়ুয়ার উপর চলত যৌন নির্যাতন। গোটা ঘটনার কথা কাউকে জানানো হলে খুন করে স্কুল পড়ুয়াকে কালজানি নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। লাগাতার যৌন নির্যাতনের ঘটনায় মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে ওই স্কুল পড়ুয়া। এরপর ওই স্কুল পড়ুয়াকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তারপরেই ওই গোটা ঘটনার কথা প্রকাশ্যে আসে। এরপর ওই স্কুল পড়ুয়ার বাবা গ্রামের কয়েকজনকে জানিয়ে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।” আরও পড়ুন: হাসপাতালে কীভাবে চলত বর্জ্য-দেহ বিক্রি? সন্দীপের সঙ্গে যোগ কাদের? ‘সব’ তথ্য পেল CBI পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, “ইতিমধ্যে গোটা ঘটনার বিষয়ে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।” তবে থানায় অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই নির্যাতিত ওই স্কুল পড়ুয়ার পরিবারকে হুমকি দেওয়া হয়। ইতিমধ্যেই সেই বিষয়েও তুফানগঞ্জ থানায় জানিয়েছেন তাঁরা। তারপর নির্যাতিতার পরিবার গোটা ঘটনায় পুলিশি নিরাপত্তায় দাবি তুলেছেন। Sarthak Pandit None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.