NEWS

CBI-Sandip Ghosh RG Kar Case: ঘটনার দিন নিয়ে 'বড়' সূত্র পেয়ে গেল সিবিআই? সন্দীপ ঘোষের মোবাইল বাজেয়াপ্ত! কী মিলল তাতে?

সন্দীপ ঘোষের মোবাইল ফোন বাজেয়াপ্ত কলকাতা : আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করল সিবিআই। সূত্রের খবর, এই ফোনটি ব্যবহার করেই আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার দিন যাবতীয় কথাবার্তা চালিয়েছিলেন সন্দীপ ঘোষ। ফলে, সেই ফোন সিবিআই বাজেয়াপ্ত করায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এদিকে, এদিনই ফের সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করে সিবিআই। প্রসঙ্গত, রবিবার সকাল ৬.৪৫ মিনিট নাগাদ আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে হানা দেয় সিবিআই। যদিও দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও সাড়া দেননি সন্দীপ। অবশেষে সকাল ৮.০৫ মিনিট নাগাদ খোদ সন্দীপ এসে সিবিআই-কে গেট খুলে দেন। কিন্তু গেট খুলতে এতক্ষণ দেরি হল কেন সন্দীপ ঘোষের? উত্তর খুঁজছে সিবিআই। অবশ্য এদিন শুধু সন্দীপ ঘোষের বাড়িতেই নয়, রবিবার আরজি করের দুর্নীতি মামলায় কলকাতা, হাওড়ার একাধিক জায়গায় হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তবে, সবচেয়ে বেশি নজরে ছিল সন্দীপ ঘোষের বাড়ি। সেখান থেকে প্রায় ১২ ঘণ্টা পর বেরোন সিবিআই আধিকারিকরা। বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করা হয় বলে সূত্রের খবর। আরও পড়ুন: সন্দীপ ঘোষের ‘ডানহাত’ কে? শেষমেশ ‘জেনেই’ ফেলল সিবিআই! খোঁজ মিলল ‘সিং’য়েরও, ভয়ঙ্কর অভিযোগ এদিকে, গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ৷ এই ঘটনার প্রায় ১৮ দিনের মাথায় সামনে এল বিতর্কিত সেমিনার রুমের এই ভাইরাল ভিডিও৷ আরজি করের চিকিৎসকের দেহ উদ্ধারের পর চারতলার সেমিনার রুমের পরিস্থিতি ঠিক কেমন ছিল, ওই ভিডিওতে তা ধরা পড়েছে বলে দাবি করা হচ্ছে৷ ভিডিওতে সেমিনার রুমের ভিতরে পুলিশ আধিকারিক সহ বহু মানুষের ভিড় দেখা যাচ্ছে৷ যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷ যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, চারতলার ওই সেমিনার হলে থিকথিক করছে বহু মানুষের ভিড়৷ তাঁদের মধ্যে পুলিশের আধিকারিকরা যেমন রয়েছে, তার পাশাপাশি হাসপাতালের পদস্থ কর্তাদেরও দেখা যাচ্ছে৷ ভিডিওতে হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও দেখা গিয়েছে৷ এর পাশাপাশি হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক দেবাশিস সোমকেও দেখা গিয়েছে৷ ছিলেন আইনজীবীও। এই ভিডিও সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে। সেদিন ঠিক কাদের কাদের সঙ্গে কথা বলেছিলেন সন্দীপ ঘোষ, এবার সেই বিষয়টি আরও বিস্তারিত খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। সেই সূত্রেই সন্দীপের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হল বলে মনে করছে ওয়াকিবহল মহল। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.