NEWS

R G Kar Protest: 'সন্দীপ তুই বদলে গেলি? কী করে তোকে বন্ধু বলি!' বন্ধুর বিরুদ্ধে প্রতিবাদে গোটা বনগাঁ

প্রাক্তনীদের লেখা প্লেকার্ড উত্তর ২৪ পরগনা: ‘সন্দীপ তুই বদলে গেলি? কি করে তোকে বন্ধু বলি?” এই প্লাকার্ড হাতে ধরেই সীমান্ত শহর বনগাঁর রাস্তায় বন্ধুর বিরুদ্ধে প্রতিবাদে পা মেলালেন আরজিকর হাসপাতাল কাণ্ডে নাম জড়ানো প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সহপাঠীরা সহ স্কুলের প্রাক্তনীরা। বনগাঁ হাই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন সন্দীপ। ইতিমধ্যেই সেই খবর আমরা তুলে ধরেছিলাম নিউজ ১৮ লোকালে। স্কুলের সহপাঠীরা থেকে প্রতিবেশীরা জানিয়েছিল কেমন ছিল ছোটবেলার তাদের পরিচিত নোটন, যে আজকের সন্দীপ ঘোষ। ইতিমধ্যেই সিবিআই লাগাতার জেরা চালিয়ে যাচ্ছে তাঁকে। তবে এবার বন্ধুর হয়েই প্রতিবাদের মিছিলে পা মেলালেন বনগাঁ হাই স্কুলের প্রাক্তনীরা। এহেন নৃশংস হত্যার ঘটনায় নাম জড়ানোয় ‘ছিঃ, ছিঃ’ করছেন তাঁর সহপাঠীরা। তাই বন্ধুর বিরুদ্ধেই চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণের সুবিচার চেয়ে পথে নেমেছেন সন্দীপের স্কুলের প্রাক্তনীরা। শুধু বনগাঁ হাই স্কুল নয়, এদিনের এই প্রতিবাদ মিছিলে অংশ নেন শহরের একাধিক স্কুলের প্রাক্তনীরাও। আরও পড়ুন: গভীর নিম্নচাপ, প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৫ জেলায়! আবহাওয়ার বড় খবর সেখানেই প্ল্যাকার্ড হাতে দেখা যায়, “সন্দীপ তুই বদলে গেলি? কী করে তোকে বন্ধু বলি?” এমন লেখাই। প্রতিবাদে লেখা প্লেকার্ড এর ছবি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে । প্রতিবাদ মিছিলের প্রথম সারিতে দেখা গিয়েছে সন্দীপের অনেক সহপাঠীকেও। সন্দীপেরই এক সহপাঠী অরিন্দম ঘোষ জানান, সন্দীপকে আমরা যেভাবে চিনি আর সন্দীপকে আমরা যেভাবে আজকে দেখছি এবং যা শুনছি তার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। আমরা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারিনি, এমন কোনও দিন আসবে, আমাদেরকে এই ধরনের প্লাকার্ড ধরতে হবে। মিছিল বনগাঁ ত্রিকোণ পার্ক এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.