NEWS

'গব্বর' কেন তাঁর ডাকনাম হল? এত বছর পর জানালেন শিখর ধাওয়ান

মুম্বই : ক্রিকেট বিশ্বের অনেক খেলোয়াড়ের ডাকনাম আছে। এই নামগুলি মাঠে খেলোয়াড়ের ব্যক্তিত্ব, আচরণের উপর নির্ভর করে হয়। ভারতীয় ক্রিকেটে অনেক ক্রিকেটার তাঁদের ডাকনামেও পরিচিত। শিখর ধাওয়ান তাঁদের একজন। টিম ইন্ডিয়ার বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান ‘গব্বর’ নামে পরিচিত। তবে সবচেয়ে বড় প্রশ্ন হল, বলিউডের অন্যতম বিখ্যাত ভিলেনের সাথে এই ক্রিকেটারের নাম কীভাবে যুক্ত হল! ধাওয়ান একটি সাক্ষাত্কারে এই সম্পর্কে খোলামেলাভাবে বলেছিলেন, কে তাকে এই ডাকনামে ডাকে! আরও পড়ুন- বর্ষায় বাইক কত স্পিডে চালানো উচিত? জল-কাদার রাস্তায় বিপদ এড়াতে জেনে রাখুন শিখর ধাওয়ান শনিবার ক্রিকেটের সমস্ত ফর্ম্যাট থেকে অবসরের ঘোষণা করেছেন। তিনি একটি সাক্ষাত্কারে বলেছিলেন, ‘আমি একবার রঞ্জি ট্রফি ম্যাচ খেলছিলাম। তখন আমি সিলি পয়েন্টে ফিল্ডিং করছিলাম। প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের মধ্যে বড় জুটি গড়ে উঠলে সতীর্থরা হতাশ হতে থাকে। তখন আমি চিৎকার করে শোলে সিনেমায় গব্বরের জনপ্রিয় ডায়াগল বলি। সবাই হাসতে শুরু করে। গব্বর আরও বলেন, সেই সময় আমাদের রঞ্জি দলের কোচ ছিলেন বিজয় দাহিয়া। সেই ম্যাচ থেকে তিনি আমার নাম রাখেন গব্বর। আমার এই নাম এতটাই বিখ্যাত হয়ে গিয়েছিল যে এখন মানুষ আমাকে এই নামেই চিনতে শুরু করেছে।’ শিখর জানান, এর পর থেকে তিনি ম্যাচ চলাকালীন শোলে ভিলেন গাব্বার আমজাদ খানের অনেক সংলাপ বলতেন। আরও পড়ুন- ভুল UPI-তে টাকা পাঠিয়ে ফেললে কী করতে হয়? আরবিআই-এর নিয়ম জেনে নিন প্রায় ২ বছর ধরে তিনি ভারতীয় দলের বাইরে ছিলেন। ৩৮ বছর বয়সী খেলোয়াড় সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ২০১৩ সালে অভিষেক হওয়া শিখর ধাওয়ান দেশের হয়ে ১৬৭টি ওয়ানডে, ৩৪টি টেস্ট এবং ৬৮টি টি-২০ খেলেছেন। ওয়ানডেতে প্রায় ৪৪ গড়ে ৬৭৯৩ রান করেছেন তিনি। একদিনের ক্রিকেটে ১৭টি শতরান এবং ৩৯টি অর্ধশত রানের মালিক তিনি। টেস্টে ৪০.৬১ গড়ে গব্বরের সংগ্রহ ২৩১৫ রান। টি-২০ ক্রিকেটে ১৭৫৯ রান করেছেন ধাওয়ান। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.