NEWS

Durand Cup: রাত পোহালেই যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনাল খেলতে নামবে মোহনবাগান, ফ্যানদের জন্য একাধিক বিধি নিষেধ পুলিশের

জয়েন্ট কমিশনার বিধান নগর পুলিশের পক্ষ থেকে ডুরান্ড কে পাঠানোর নির্দেশিকা কলকাতা: Durand Cup: মঙ্গলবার ডুরান্ডের সেমিফাইনাল যুবভারতীতে। মোহনবাগান বনাম বেঙ্গালুরু ম্যাচ। সেই কোনরকম টিফো, ড্রাম এবং স্মোক ক্যান্ডেল নিয়ে প্রবেশ নিষেধ। ‌ জয়েন্ট কমিশনার বিধান নগর পুলিশের পক্ষ থেকে ডুরান্ডকে পাঠানোর নির্দেশিকা৷ নির্দেশিকায় ঠিক কী বলেছে পুলিশ দেখে নিন এদিকে এর আগে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে ইস্টবেঙ্গল বিদায় নিতেই পাল্টে গেল সিদ্ধান্ত। একটি সেমি ফাইনাল সরে গেল সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গান থেকে। আরজি কর হাসপাতেলে মহিলা ডাক্তার রেপ ও খুনের ঘটনায় শহর জুড়ে আন্দোলন-প্রতিবাদের ফলে সরিয়ে দেওয়া হয়েছিল ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছিল কলকাতাতেই হবে সেমিফাইনাল ও ফাইবনাল। এবার পরিবর্তন হল সেই সিদ্ধান্তেরও। আরও পড়ুন – Budh Uday Astro Tips: বুধ এবার তোলপাড় করবে রাশিতে, রাশিতে, কর্কট রাশিতে উদয় হচ্ছে জন্মাষ্টমীতেই, আপনার কপালে ‘ছপ্পড় ফাড়’ লাভ ডুরান্ডের গ্রুপ পর্বে ডার্বি বাতিলকে কেন্দ্র ও আরজি কর কাণ্ডের প্রতিবাদে ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থক বেনজির প্রতিবাদের সাক্ষী থেকেছে গোটা দেশ। দুই ক্লাবের ফ্যা নেরা আশায় বুক বেঁধেছিল সেমি অথবা ফাইনালে দেখা হবে দুই প্রধানের। ইস্টবেঙ্গল বিদায় নেওয়ার পর ডুরান্ড কমিটি সিদ্ধান্ত নিল একটি সেমিফাইনাল কলকাতা থেকে সরিয়ে নেওয়ার। ইস্টবেঙ্গল থাকলে হয়তো সল্টলেকেই হত এই সেমিফাইনাল। ডুরান্ডের একটি সেমি ফাইনালে মুখোমুখি হবে পাহাড়ের দুই ক্লাব শিলং লাজং ও নর্থইস্ট ইউনাইটেড। পাহাড়ের ফুটবল আবেগের কথা মাথায় রেখেই শিলংয়ের মাঠে ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছে ডুরান্ড কমিটি। আগে ২৫ অগস্ট খেলা হওয়ার কথা ছিল। সেটি হবে ২৬ অগস্ট। ইস্টবেঙ্গল না থাকায় ম্যাচ সরানোর আবেদনে রাজ্য ক্রীড়া দফতর মত দেওয়ায় ধন্যবাদও জানিয়েছে ডুরান্ড কর্তৃপক্ষ। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.