TECHNOLOGY

Jio New Year Welcome Plan : বর্ষবরণের আনন্দ এখন দ্বিগুণ! ২০২৫ টাকার বিশেষ রিচার্জ প্ল্যান আনল Jio, থাকছে অফারের বন্যা

Follow Us বর্ষবরণের আনন্দ এখন দ্বিগুণ! ২০২৫ টাকার বিশেষ রিচার্জ প্ল্যান আনল Jio, থাকছে অফারের বন্যা Jio New Year Welcome Plan : Jio নিয়ে এল নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান! বর্ষবরণের আনন্দ এখন হবে দ্বিগুণ। Jio তার প্রিপেইড গ্রাহকদের জন্য একটি নতুন রিচার্জ প্ল্যান চালু করেছে। ২০২৫ সালে ২০২৫ টাকার সেরা রিচার্জ প্ল্যান এনে চমকে দিয়েছে রিয়ালেন্স জিও। নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যানে রিচার্জ করলে Jio ইউজাররা পাবেন ২০০ দিনের জন্য আনলিমিটেড 5G ডেটা। সীমাহীন ভয়েস কল পাশাপাশি SMS-এর সুবিধাও। যে সব এলাকায় এখনো 5G পরিষেবা চালু হয়নি বা যাদের 5G এনাবেল ডিভাইস নেই তারা পাবেন মোট 500GB 4G ডেটা অর্থাৎ ইউজাররা এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন পাবেন 2.5 GB ডেটা। ৩০০-এর নিচে ধামাকা প্ল্যান, পান সীমাহীন কল, ডেটার সুবিধা, জিও-র বড় চমক Jio বলছে যে নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যানের সাথে, ব্যবহারকারী ২১৫০ টাকার কুপন পাবেন, যেটি রিচার্জের পরে ব্যবহারকারীর MyJio অ্যাকাউন্টে জমা হবে। এর মধ্যে AJIO-এর পক্ষ থেকে 500 টাকার কুপন পাবেন ইউজাররা। ২৫০০ টাকার বেশি অনলাইন কেনাকাটায় পাবেন ৫০০ টাকার ছাড়। পাশাপাশি Swiggy-থেকে ৪৯৯ টাকার অর্ডার দিলে পাবেন ১৫০ টাকা ছাড়। এছাড়াও EaseMyTrip.com এর মাধ্যমে ফ্লাইট বুকিংয়ে পাবেন ১৫০০ টাকা ছাড়। ১১ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারী পর্যন্ত এই প্রিপেড প্ল্যানের সুবিধা নিতে পারবেন ইউজাররা। সহজ ভাষায় Jio নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান অফার আজ থেকে এক মাসের জন্য কার্যকর। সমুদ্রের নিচ থেকে লক্ষ্যে নির্ভূল হানা, ভারতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সম্ভার দেখে চোখ কপালে বাংলাদেশের আরেকটি রিচার্জের কথা বললে, Jio-এর ৪৭৯ টাকার প্রিপেড প্ল্যানটিও বেশ জনপ্রিয়। এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন। বিশেষ এই রিচার্জ প্ল্যানে ইউজাররা পাবেন 6GB ডেটা, আনলিমিটেড কলিং, মোট 1000 SMS। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.