TECHNOLOGY

Best Mileage Scooters : দুর্দান্ত মাইলেজ, নজর কাড়া লুক, সেরা ফিচার! দেখুন ইন্ডিয়া'স টপ ফাইভ স্কুটারের তালিকা

Follow Us দুর্দান্ত মাইলেজ, নজর কাড়া লুক, সেরা ফিচার! দেখুন ইন্ডিয়া'স টপ ফাইভ স্কুটারের তালিকা Best Mileage Scooters : বর্ষশেষে একের পর এক বাইক নির্মাতা সংস্থা নিয়ে এসেছে ধামাকাদার অফার। আপনিও যদি নিজের বা পরিবারের জন্য সেরা মাইলেজের সঙ্গে দুর্দান্ত পারফরমেন্সের স্কুটারের সন্ধান করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনে রইল দেশের সেরা ৫ স্কুটারের তালিকা। কম দামের পাশাপাশি আপনি পেয়ে যাবেন আরও বেশি মাইলেজ। দেখে নিন কোন ৫ টি স্কুটার এই তালিকায় উঠে এসেছে। ভারতীয় বাজারে, এই স্কুটারগুলির চাহিদা সর্বাধিক। একই সঙ্গে এই পাঁচ স্কুটারের দাম তুলনামূলক অন্যান্য স্কুটারের থেকে বেশ কিছুটা কম। একইসঙ্গে সেরা ৫টি স্কুটার আপনাকে দেবে দুর্দান্ত মাইলেজ। টিভিএস জুপিটার 110 TVS এই বছর একটি নতুন অবতারে জুপিটার লঞ্চ করেছে। এর প্রারম্ভিক মূল্য 73,700 টাকা (এক্স-শোরুম)। এই স্কুটারের মাইলেজের কথা বললে, 113 cc ইঞ্জিন সহ জুপিটার প্রায় 50KMPL মাইলেজ দেয়। Honda Activa 6G তালিকায় অন্যতম সেরা স্কুটার হল Honda Activa 6G, যার প্রারম্ভিক মূল্য 77 হাজার টাকা (এক্স-শোরুম)। ভারতের বাজারে এই স্কুটারটি বেশ জনপ্রিয়। 109.51 cc ইঞ্জিন সহ একটি স্কুটারে আপনি প্রায় 50-55 KMPL মাইলেজ পাবেন। Honda Activa-এর সর্বোচ্চ গতি ঘণ্টায় 85 কিমি। ইয়ামাহা ফ্যাসিনো 125 হাইব্রিড তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইয়ামাহা ফ্যাসিনো 125 হাইব্রিড। এই স্কুটারে রয়েছে 125 cc ইঞ্জিন রয়েছে। বিদ্যুৎ চালিত স্কুটারের সর্বোচ্চ মাইলেজ 68 KMPL। এর প্রারম্ভিক মূল্য 90 হাজার টাকা (এক্স-শোরুম)। সুজুকি অ্যাক্সেস 125 তালিকায় চতুর্থ স্থানে রয়েছে Suzuki Access 125। এই স্কুটারের প্রারম্ভিক দাম (এক্স-শোরুম মূল্য) 82 হাজার টাকা। Suzuki Access এ রয়েছে 124 cc 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। এই স্কুটারের মাইলেজ 40 থেকে 50 KMPL। হিরো ডেস্টিনি 125 Hero Destiny 125 স্কুটারের দাম 81 হাজার 718 টাকা। এতে আপনি 124.6 cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার-কুলড পেট্রোল ইঞ্জিন পাবেন। Hero Destiny প্রতি লিটারে পেট্রোলে 55 KMPL-এর দুর্দান্ত মাইলেজ প্রদান করে। এছাড়াও হিরো ডেসটিনি স্কুটারে রয়েছে আরও অনেক দুর্দান্ত বৈশিষ্ট্য । ডেসটিনিতে সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ইউএসবি চার্জিং পোর্টের পাশাপাশি এলইডি হেডল্যাম্প এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফের মতো বৈশিষ্ট্য রয়েছে। এছাড়া সিকিউরিটির জন্য এতে ডিস্ক এবং ড্রাম ব্রেকও রয়েছে। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.