TECHNOLOGY

Difference between Bajaj Chetak and Ola S1 Pro: তুঙ্গে চাহিদা Ola S1 Pro-এর! পিছিয়ে নেই Bajaj Chetak-ও, কোন মডেলটি আপনার জন্য সেরা?

Follow Us তুঙ্গে চাহিদা Ola S1 Pro-এর! পিছিয়ে নেই Bajaj Chetak-ও Difference between Bajaj Chetak and Ola S1 Pro: বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে। চাহিদার কথা মাথায় রেখে প্রতিটি সংস্থা নিয়ে আসছে নতুন অনেক মডেলের বৈদ্যুতিক স্কুটার। আগামী বছর থেকে বাইক-স্কুটার এবং গাড়ির দাম বাড়তে চলেছে। তার আগে ডিসেম্বরে একাধিক গাড়ি নির্মাতা সংস্থা গ্রাহকদের দিচ্ছে বাম্পার ডিসকাউন্ট সহ নতুন বাইক বা গাড়ি কেনার সুযোগ। ইলেকট্রিক স্কুটার কেনার পরিকল্পনা করছেন? ওলা নাকি চেতক, কোনটি নেবেন বুঝতে পারছেন না? আজকের এই প্রতিবেদনে Ola S1 Pro বনাম Bajaj Chetak-এর তুলনামূলক আলোচনার মাধ্যমে দুটি স্কুটারের দাম, ফিচার, রেঞ্জ ইত্যাদি তুলে ধরা হল। জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার: Ola S1 Pro বনাম Bajaj Chetak ভারতের বাজারে সবচেয়ে জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার হল Ola S1 Pro এবং Bajaj Chetak। অনেকের মধ্যে কোন মডেলের স্কুটারটি সেরা তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। আসুন জেনে নিই কোনটি আপনার জন্য বেস্ট: Ola S1 সিরিজ: Ola S1 Pro, Ola S1 Air, Ola S1X Bajaj Chetak সিরিজ: তিনটি মডেল, যাদের রেঞ্জ, ব্যাটারি প্যাক এবং দামের পার্থক্য রয়েছে। Ola S1 Pro এর ফিচার ব্যাটারি: 5.5 kW ব্যাটারি প্যাক, সম্পূর্ণ চার্জ হতে সাড়ে ৬ ঘন্টা সময় লাগে। রেঞ্জ: সিঙ্গেল চার্জে 195 কিমি রেঞ্জ প্রদান করে। গতি: সর্বোচ্চ গতি 120 কিমি প্রতি ঘণ্টা। ফিচার: ক্রুজ কন্ট্রোল, তিন ধরনের ড্রাইভিং মোড, ব্লুটুথ ও ওয়াইফাই কানেক্টিভিটি। বুট স্পেস: 34 লিটার। এক্স-শোরুম মূল্য: 1.28 লক্ষ টাকা। Bajaj Chetak এর ফিচার ব্যাটারি: 3.7 kW ব্যাটারি প্যাক, ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সাড়ে তিন ঘণ্টা সময় লাগে। রেঞ্জ: সিঙ্গেল চার্জে 137 কিমি রেঞ্জ প্রদান করে। গতি: সর্বোচ্চ গতি 75 কিমি প্রতি ঘণ্টা। বুট স্পেস: 21 লিটার। এক্স-শোরুম মূল্য: 1.15 লক্ষ টাকা। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.