TECHNOLOGY

TVS Scooter Cashback Offer: বছর শেষে ধামাকা অফার! TVS ই-স্কুটারে পান ১০০ শতাংশ ক্যাশব্যাক, OLA EV-তেও বিরাট ছাড়

Follow Us TVS দিচ্ছে স্কুটারের উপর 100% ক্যাশব্যাক! বর্ষশেষে OLA EV-তেও বিরাট ছাড়। TVS Scooter Cashback Offer: TVS দিচ্ছে স্কুটারের উপর 100% ক্যাশব্যাক! বর্ষশেষে OLA EV-তেও বিরাট ছাড়। আপনি কি বছরের শেষে নতুন ই-স্কুটার কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। TVS এবং Ola-এর ইলেকট্রিক স্কুটারে দারুণ অফার নিয়ে হাজির হয়েছে। TVS স্কুটার কিনলে আপনি পেয়ে যাবেন 100 শতাংশ ক্যাশব্যাক! TVS স্কুটারে ক্যাশব্যাক অফার TVS iQube: চলতি বছরে এই TVS স্কুটারের 4.50 লক্ষ ইউনিট বিক্রি হয়েছে। এই সাফল্য উপলক্ষে TVS iQube আপনাকে দিচ্ছে 100 শতাংশ ক্যাশব্যাক অফার, যা 12 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত উপলব্ধ। এর সাথে আপনি এই ইভিতে পেয়ে যাবেন 30 হাজার টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা। এছাড়াও, কোম্পানি দিচ্ছে 5 বছর বা 70 হাজার কিলোমিটারের এক্সটেন্ড ওয়ারেন্টি। TVS iQube ইলেকট্রিকের এক্স-শোরুম মূল্য 89,999 টাকা। OLA ইলেকট্রিক স্কুটারে বিরাট ছাড় OLA S1: OLA তার S1 মডেলের উপর বছর শেষে বিরাট ছাড়ের সুযোগ দিচ্ছে। ভারতের বাজারে OLA S1 মানুষের পছন্দের মডেলের তালিকায় স্থান পেয়েছে। অক্টোবর-নভেম্বরের পর ডিসেম্বরেও ওলা এই ইলেকট্রিক স্কুটারে দারুণ অফার নিয়ে হাজির হয়েছে। এই ইভিতে ছয় হাজার টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা দিচ্ছে। এছাড়াও, 16 হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে। ভেরিয়েন্টের উপর নির্ভর করে ওলার অফারে পার্থক্য থাকতে পারে। Ola S1 এর দাম শুরু হচ্ছে 69,999 টাকা থেকে। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.